আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! অ্যাসবেস্টর ভেঙে আহত ২ শিশু, বাসন্তীতে শোরগোল
এতদিন নিয়ম ছিল প্রশ্নপত্রের প্যাকেট প্রধান শিক্ষকের ঘরে খোলার পর তা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের ঘরে বিতরণ করা হত। সেই ক্ষেত্রে পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাই তা বিতরণ করার কাজ করতেন। প্রশ্নপত্র খোলা হত পরীক্ষা শুরুর ঠিক আধঘন্টা আগে। ফলে, পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের ছবি বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকত। এবারে সেই নিয়মেই বদল আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
আরও পড়ুন: পর্যটনের অন্যতম জায়গা পুরুলিয়া, তবে এই কারণে মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা!
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের সামনেই প্রশ্নপত্রের প্যাকেট খোলার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। সিল করা প্রশ্নপত্র সোজাসুজি ঢুকবে পরীক্ষার ঘরগুলিতেই।
এতে প্রশ্নপত্রের গোপনীয়তা আরও বাড়তি সতর্কতার সঙ্গে রক্ষা করা সম্ভব হবে বলে মত সংসদের আধিকারিকদের।
