আরও পড়ুনঃ ফর্সা ত্বকের জন্য ইঞ্জেকশন নিতেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি, খেতেন ওষুধ! ভারতে এই চিকিত্সার খরত কত?
অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বর্ষার ছোঁয়ায় আরও রঙিন হয়ে ওঠেছে। বর্ষার সৌন্দর্য উপভোগ করতে প্রচুর পর্যটকরা আসছেন বেলপাহাড়িতে। এই সময় বেলপাহাড়িতে অনুষ্ঠিত হয় পাহাড় পুজো। কথিত আছে পাহাড়ের পুজো করলে চাষাবাদ ভাল হয়। আর এরই মাঝে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় বেশ কিছু পায়ের ছাপ দেখে এলাকাবাসীর একাংশের সন্দেহ, এটি সম্ভবত রয়েল বেঙ্গল টাইগারেরই পায়ের ছাপ। এই জল্পনাকে ঘিরে গোটা জঙ্গলমহল জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক।
advertisement
উল্লেখযোগ্যভাবে, এর আগেও ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেশ কয়েকটি রয়েল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে ঢুকে পড়েছিল। সেই সময় ঝাড়গ্রাম, পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় ধরা পড়ে এক রয়েল বেঙ্গল টাইগার, যার নাম দেওয়া হয় ‘জিনাত’। একইভাবে ময়ূরভঞ্জ ফরেস্ট থেকে পালিয়ে যাওয়া অন্য এক বাঘ ‘যমুনা’ পরবর্তীতে পুরুলিয়ায় ধরা পড়ে। এই প্রেক্ষাপটে জিতুশোলে অজানা জন্তুর পায়ের ছাপ ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
এলাকার মানুষের অভিযোগ, বনদফতর এখনও পর্যন্ত অজানা জন্তুর স্পষ্ট পরিচয় জানায়নি এবং কোনওরকম সচেতনতা বার্তাও দেয়নি। ফলে আতঙ্কের পাশাপাশি স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এবং নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন? আপাতত বনদফতর বলছে, তদন্তের পরেই সঠিক তথ্য জানান হবে। তবে জঙ্গলে নজরদারি বাড়ান হয়েছে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ দল আনার কথাও ভাবা হচ্ছে। ততদিন পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছেন বনকর্মীরা।
তন্ময় নন্দী