TRENDING:

Footpath Eviction: পুরসভার পর এবার পঞ্চায়েত এলাকাতেও দখলমুক্ত অভিযান শুরু

Last Updated:

Footpath Eviction: দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড, মুরারিশা চৌমাথায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরপরই ফুটপাত দখলমুক্ত করার এই উচ্ছেদ অভিযানে নামল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পুর এলাকার পর এবার পঞ্চায়েত এলাকায় শুরু হল জবরদখল মুক্ত অভিযান। হাসনাবাদ-১ ব্লকের চৌমাথা এলাকায় বেআইনিভাবে ফুটপাত দখল করে বসে থাকা হকারদের তুলে দিয়ে পথচারীদের জন্য রাস্তা ফেরানোর অভিযানে নামল জেলা প্রশাসন।
advertisement

দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড, মুরারিশা চৌমাথায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা পাধ্যায়ের ঘোষণার পরপরই ফুটপাত দখলমুক্ত করার এই উচ্ছেদ অভিযানে নামল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দার গাজি, হাসনাবাদ থানার আইসি সহ পুলিশ প্রশাসন।

আর‌ও পড়ুন: অঙ্ক ও বিজ্ঞানে ভীতি কাটাতে স্কুলের বিরাট আয়োজন, খুশি অভিভাবকরাও

advertisement

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই অভিযান শুরু করা হয়েছে। প্রশাসনিক করতে জানিয়েছেন প্রথমে ফুটপাতে বসে থাকা হকারদের উঠে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। তারপরেও যারা কথা শুনবে না তাদেরকে তুলে দেওয়া হবে।

এদিকে হাসনাবাদের হকাররা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আরও কিছুটা পিছিয়ে যেতে বলা হয়েছে। তাঁরা সেটাই করবেন। কারণ তাঁদের জন্য পথচারীদের অসুবিধা হোক সেটা চান না বলে জানান। যদিও বেশ কিছু হকার জানিয়েছেন, কোন‌ওরকমে রাস্তার উপরে বসে ব্যবসা করছিলাম। কিন্তু এর ফলে সেই ব্যবসাটাই হয়ত বন্ধ হয়ে যাবে। ফোনে কী করে সংসার চলবে তা বুঝতে পারছেন না বলে গভীর চিন্তা প্রকাশ করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Footpath Eviction: পুরসভার পর এবার পঞ্চায়েত এলাকাতেও দখলমুক্ত অভিযান শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল