TRENDING:

Food Poison due to Fuchka : ফুচকা খেয়ে মহাবিপদ! ৫০ জনকে ছুটতে হল হাসপাতালে, অনেককে পাঠানো হল কলকাতায়

Last Updated:

ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ প্রায় ৫০ জন, চাঞ্চল্য হাড়োয়ার গ্রামে চিকিৎসাধীন একাধিক ব্যক্তি, তদন্তে মেডিকেল টিম।

advertisement
উত্তর ২৪ পরগণা: ফুচকায় বিষক্রিয়া! হাড়োয়ায় হাসপাতালে ছুট, কলকাতায় রেফার কয়েকজন। ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ প্রায় ৫০ জন, চাঞ্চল্য হাড়োয়ার গ্রামে চিকিৎসাধীন একাধিক ব্যক্তি, তদন্তে মেডিকেল টিম। বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনতলা ও গোয়ালপোতা গ্রামে ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৫০ জন গ্রামবাসী। হঠাৎ করে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায় গ্রামেরই এক ফুচকা বিক্রেতার কাছ থেকে অনেকেই ফুচকা খান। এরপর রাতের দিকে একে একে বেশ কয়েকজনের বমি ও পায়খানা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই গুরুতর হতে থাকায় আক্রান্তদের দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০ জন অসুস্থ হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। চার থেকে পাঁচজন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি, বাকিদের আউটডোর বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

View More

আরও পড়ুনPolice Super Helps Poor Family Child: দারিদ্র্যতাই বাঁধা হয়েছিল পড়াশোনায়! সাহায্যের হাত নিয়ে এগিয়ে এলেন পুলিশ সুপার 

advertisement

ঘটনার খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই টিম ইতিমধ্যেই গ্রামে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। হাড়োয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক গৌরব দাস জানিয়েছেন, “এটি স্পষ্টতই ফুড পয়জনিংয়ের ঘটনা। সম্ভবত দূষিত জল বা পচা উপকরণ ব্যবহার করা হয়েছিল, যার ফলেই এতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন।” এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জুলফিকার মোল্যা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Food Poison due to Fuchka : ফুচকা খেয়ে মহাবিপদ! ৫০ জনকে ছুটতে হল হাসপাতালে, অনেককে পাঠানো হল কলকাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল