TRENDING:

Digha: পুজোর আগেই বড় কাণ্ড দিঘায়! ‘হাতেনাতে প্রমাণ’ মিলল, দিঘার ১৫ হোটেলে চলছেটা কী! শুনে আঁতকে উঠবেন

Last Updated:

Digha: সৈকত শহর দিঘার বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক হোটেল ও রেস্টুরেন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: সৈকত শহর দিঘার বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক হোটেল ও রেস্টুরেন্ট। বেশিরভাগ জায়গায় খাদ্য সুরক্ষা বিধি না মেনে এমনকি ফুড লাইসেন্স না নিয়ে চলছে খাবার বিক্রি। এবার তার বিরুদ্ধে অভিযান চালালো জেলা খাদ্য ও সুরক্ষা দফতর।
পুজোর আগেই বড় কাণ্ড দিঘায়! ‘হাতেনাতে প্রমাণ’ মিলল, দিঘার ১৫ হোটেলে চলছেটা কী! শুনে আঁতকে উঠবেন   Representative Image
পুজোর আগেই বড় কাণ্ড দিঘায়! ‘হাতেনাতে প্রমাণ’ মিলল, দিঘার ১৫ হোটেলে চলছেটা কী! শুনে আঁতকে উঠবেন Representative Image
advertisement

বৃহস্পতিবার নিউ দিঘা ও ওল্ড দিঘার মোট ১৫ টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায় জেলা খাদ্য ও সুরক্ষা দফতরের প্রতিনিধি দল। সেখানে মূলত খাদ্যের গুণগত মানের পাশাপাশি রান্না ঘরের সঠিক পরিকাঠামো রয়েছে নাকি খতিয়ে দেখা হয়।

আরও পড়ুন: ATM ‘PIN’ নম্বর কী রেখেছেন? এই সংখ‍্যাগুলি ‘PIN’ নম্বর হিসেবে ভুল করেও ব‍্যবহার করবেন না! যে কোনও মূহূর্তে ‘ফাঁকা’ হয়ে যাবে অ‍্যাকাউন্ট?

advertisement

বাসি খাবার পরিবেশন হচ্ছে নাকি সেগুলিও নজর দেওয়া হয়। তাতে বেশ কয়েকটি রেস্টুরেন্টে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের হাতেনাতে প্রমাণ পেয়েছে খাদ্য সুরক্ষা দফতর। এছাড়াও বেশ কয়েকটি রেস্টুরেন্টের পর্যাপ্ত লাইসেন্স পর্যন্ত নেই। তাদের বৃহস্পতিবার সঙ্গে সঙ্গে নোটিশ ধরিয়েছে খাদ্য ও সুরক্ষা দফতর।

আরও পড়ুন: ১৬ বছরে প্রথম বিয়ে, কয়েক বছরেই সম্পর্কে চিড়! অ‍ত‍্যাচার, নির্যাতন…অন্ত:সত্ত্বা অবস্থাতে ছাড়তে হয় বাড়ি, পরে হন বাঙালি বধূ, চিনতে পারছেন বর্ষীয়ান গায়িকাকে?

advertisement

নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না বলেন, “যাতে মানুষজন অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ না হয়ে পড়েন সেজন্য এই অভিযান। আগামী দিনেও এই অভিযান চলবে।”

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: পুজোর আগেই বড় কাণ্ড দিঘায়! ‘হাতেনাতে প্রমাণ’ মিলল, দিঘার ১৫ হোটেলে চলছেটা কী! শুনে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল