তবে তরজা গান বাংলার প্রাচীন লোকসঙ্গীতের বিশেষ একটা অঙ্গ। আজ আর তরজা গানের আসর বিশেষ দেখা যায় না। তবে আগে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাগুলিতে তরজার প্রচলন লক্ষ্য করা যেত এখন কয়েকটি জেলাতে দেখা মেলে এই তরজা গানের আসর । এই তরজা গানে যেটা দেখা য়ায় একদা গ্রামাঞ্চলে দুই কবি দলের মধ্যে তৎক্ষণাৎ গান রচনা করে উত্তর-প্রত্যুত্তরের লড়াই হত, যা তরজা গান নামে পরিচিত।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বাংলা সিনেমার খুব পরিচিত একটি সিনেমা অ্যান্টনি ফিরিঙ্গী চলচ্চিত্রে তরজা গানের আসরের নিদর্শন আছে। বেতারে তরজা গানের আসর এখনও প্রচারিত হয়। বাংলা ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ও কবিত্বশক্তি থাকলে তবেই তরজা গানে অংশগ্রহণ করা যায়। বর্তমানে টিভি চ্যানেলে ও সভা মঞ্চে যে ‘কুতর্ক’ চলে, তার সঙ্গে তরজার কোনও তুলনাই হয় না। আর সেভাবে দেখা না গেলেও এই তরজা গানকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ বারাসতের ব্যবসায়ী সমিতির সদস্যরা।
সুমন সাহা