TRENDING:

Jhargram News: চলবে মাত্র ৩ দিন! ঝাড়গ্রাম ঘুরতে গিয়ে মন ভাল করতে এই জায়গায় ঘুরে আসতে ভুলবেন না

Last Updated:

তিন দিনের জন্য শহরের বুকে অনুষ্ঠিত হয়েছে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: অরণ্য সুন্দরী কেবলমাত্র সবুজ শাল গাছের জন্য বিখ্যাত তা যেমন ঠিক তেমনই বাহারি ফুলের জন্য এবার সকলের কাছে সুপরিচিত হচ্ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। গোলাপ, চন্দ্রমল্লিকা, অর্কিড জারবেরা সহ বিভিন্ন ফুলের গন্ধে ম্ ম্ করছে অরণ্য শহর। পশ্চিমবঙ্গে ফুলের কথা আসলেই সকলের মনে পড়ে ক্ষীরাইয়ের ফুলের বাগান। কিন্তু সেই ফুলের বাগান এখন হাতের নাগালেই দেখতে পাচ্ছে অরণ্য শহরের বাসিন্দারা। চন্দ্রমল্লিকার , ডালিয়া, গোলাপ, গাঁদা, জারবেরা সহ বিভিন্ন বাহারি ফুল দেখা যাচ্ছে এক জায়গায়। কেবলমাত্র ফুল নয় ফুলের পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রকারের সবজি। বাড়ির ছাদে বা টবে কীভাবে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করা যায় তা এক ফাঁকে এই পুষ্প প্রদর্শনী থেকে ঘুরে আসলেই বোঝা যাবে।
advertisement

টবের মধ্যে ধরে রয়েছে দেড় থেকে দুই কিলো ওজনের বড় বড় সাদা বেগুন, লম্বা লুড়কি বেগুন, লাউ, কালো রংয়ের টমেটো, লঙ্কা সহ বিভিন্ন সবজি। দেখা যাচ্ছে, বেগুনি ও হলুদ বর্ণের ফুলকপিও। গোলাপ বাগানের দিকে একবার নজর গেলে চোখ আর ফেরানও যাবে না। বড় বড় সাইজের লাল, সাদা, হলুদ, গোলাপি রঙের গোলাপ ফুটে রয়েছে গাছে। আর এই সমস্ত ফুলের সুভাষে ম্ ম্ করছে অরণ্য শহর ঝাড়গ্রাম।ফ্লাওয়ার লাভার অ্যাসোসিয়েশন অফ ঝাড়গ্রামের উদ্যোগে প্রতিবছর ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হয় পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। এই বছর ঝাড়গ্রাম জেলা পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫ চতুর্থ তম বর্ষে পদার্পণ করেছে। সংগঠনের ৪০ জন সদস্য এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য অপেক্ষা করে থাকে এক বছর ধরে।

advertisement

আরও পড়ুন: জঙ্গলের বুক চিড়ে রাজপথ! শাল-পিয়ালের ঘন জঙ্গলে সূর্যাস্তের মায়াবী দৃশ্য, ঝাড়গ্রামের এই জায়গায় না গেলে বড় মিস

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

তার জন্য বাড়িতেই প্রতিনিয়ত যত্ন ও পরিচর্যার মধ্য দিয়ে তৈরি করতে থাকে ফুল গাছগুলিকে। যা এই সময় সকালের কাছে তারা তুলে। অরণ্য শহরবাসীর ভালোলাগার পাশাপাশি জঙ্গলমহল তথা ঝাড়গ্রামে বেড়াতে আসার পর্যটকেরাও এই পুষ্প প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে যায়। ফ্লাওয়ার লাভার অ্যাসোসিয়েশন অফ ঝাড়গ্রামের সহ-সভাপতি ডাঃ পার্থপ্রতিম ঘোষ বলেন, “এই পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতার জন্য প্রতিবছর আমরা এক বছর আগে থেকে একটি সিডিউল তৈরি করি। কি কি গাছ আমরা জমা নেব সেই বিষয়ে। এখানে যেমন চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। বিভিন্ন ফুলের পাশাপাশি বিভিন্ন সবজিও রয়েছে এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে রয়েছে বাহারি টপ ও তার সৃজনশীলতা যা বাইরের অন্য কোথাও দেখা যায় না। ঝাড়গ্রামের মানুষজন যেমন এই পুষ্প প্রদর্শনী দেখে খুশি হচ্ছে ঠিক তেমনই পর্যটকদের জন্য এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে”।

advertisement

ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর মেমোরিয়াল ক্লাবের প্রাঙ্গণে এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা তিনদিনের জন্য অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ জানুয়ারি সূচনা হয়েছে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তাই আর দেরি না করে আজকেই ঘুরে আসুন এই পুষ্প প্রদর্শনী। নিমেষের মধ্যে ভাল হয়ে যাবে মন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: চলবে মাত্র ৩ দিন! ঝাড়গ্রাম ঘুরতে গিয়ে মন ভাল করতে এই জায়গায় ঘুরে আসতে ভুলবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল