সুবর্ণরেখা নদীর জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন এবং ওয়াটার টুরিজমের এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল আইআইটি খড়গপুরেরদুই প্রাক্তনীর তরফে। ব্যারেজ থেকে জল বাড়ার কারণে ভেসে গিয়েছে সেই প্রকল্প। বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা যাচ্ছে। হঠাৎই নদীতে জল বাড়ায় নদীর উপর তৈরি এই বিশেষ প্রকল্প ভেসে যায়। জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে নদীর জলের স্রোত কে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরির প্রকল্প চালু হয়েছিল কেশিয়াড়ির আমিলাসাইতে। শুধু তাই নয় দুই যুবকের হাত ধরে শুরু হয়েছিল ওয়াটার ট্যুরিজমের ভাবনা। তবে হঠাৎই বৃহস্পতিবার দুপুরের পর আচমকা নদীতে জল বাড়ায় ভেসে যায় সেই প্রকল্প। সূত্র মারফত খবর বেশ কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
advertisement
শুধু তাই নয় সান্ত স্নিগ্ধ সুবর্ণরেখাহঠাৎই ফুলে ফেঁপে ওঠায় ভীতসন্ত্রস্ত নদী পাড়ের মানুষজন। নদীতে বইছে প্রবল স্রোত। দাঁতন থানার রাওতারাপুর, কেশিয়াড়ির আমিলাসাই সহ একাধিক গ্রাম নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। নদীর উপর ভরসা করে তাদের দিন যাপন স্বাভাবিকভাবে নদীর ভয়াভহ স্রোত রাতের ঘুম কেড়েছে সকলের। একদিকে ফসল অন্যদিকে নিজের বাড়ি ঘর বাঁচাতে মরিয়া সকলে।
অন্যদিকে দাঁতন থানার সঙ্গে ওড়িশার যোগাযোগের একাধিক ফেয়ার ওয়েদার সেতু ভেঙে গিয়েছে। যে পথে অতি সংক্ষেপে হতউড়িষ্যার সঙ্গে বাংলার যাতায়াত এখন ঘুর পথে হবে বলে মনে করছে সকলে। স্বাভাবিকভাবে হঠাৎই সুবর্ণরেখা নদীর জল বাড়ায় রীতিমতভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে জঙ্গলমহলজুড়ে।
রঞ্জন চন্দ