TRENDING:

জলের তলায় কৃষিজমি, দুশ্চিন্তায় চাষিরা! পুজোর আগে ক্ষতিপূরণ নিয়ে এল বড় আপডেট

Last Updated:

এর আগে সবজি ও ধান চারা নষ্ট হয়েছিল, এবার ফের ধান রোপণ করা জমিগুলি জলের তলায় চলে গিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিংঃ টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সুবর্ণরেখা নদী ও ডুলুং নদীর জলস্তর বেড়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি। প্রত্যেক বছরের মতো এই বছরও ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।
সুবর্ণরেখা নদী ও ডুলুং নদীর জলস্তর বেড়েছে। ফাইল ছবি
সুবর্ণরেখা নদী ও ডুলুং নদীর জলস্তর বেড়েছে। ফাইল ছবি
advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বছর ইতিমধ্যেই তিনবার জলবন্দি হয়েছে এলাকার কৃষিজমি। এর আগে সবজি ও ধান চারা নষ্ট হয়েছিল। এবার ফের ধান রোপণ করা জমিগুলি জলের তলায় চলে গিয়েছে। তবে বৃষ্টি কিছুটা কমতেই ধীরে ধীরে জমি থেকে জল নামা শুরু করেছে। কিন্তু ক্ষতির পরিমাণ এতটাই ব্যাপক কৃষকদের দুশ্চিন্তা কাটছে না।

advertisement

আরও পড়ুনঃ বন্যার জল কমলেও কাটছে না দুশ্চিন্তা! পুজোর আগে ঘাটালবাসীর চিন্তা বাড়াচ্ছে…! কী হল জানুন

আন্ধারী গ্রাম পঞ্চায়েতের শাফুয়া শারুলিয়া নিকাশি মৌজাতে ডুলুং নদীর বাঁধঘাট এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবছরই সাঁকরাইল ব্লকের আন্ধারী, বহড়াদাঁড়ি, ভগবানচক, তেঁতুলিয়া, বৈঞ্চা ও বিরডাহি গ্রামের জমি জলের তলায় চলে যায়। জল নামতে সময় লাগে কয়েকদিন। সেই সঙ্গে বিপুল ক্ষয়ক্ষতি হয় ফসলের।

advertisement

পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত জানিয়েছেন, ‘চাষের জমির উপর জল জমলে অবশ্যই ক্ষতি হয়। কৃষি দফতর থেকে আমরা কৃষকদের ফসল বিমার আওতায় এনেছি। ক্ষয়ক্ষতি হলে চাষিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। বর্তমানে সুবর্ণরেখা ও ডুলুং- দুই নদীরই জলস্তর কমতে শুরু করেছে’। চাষের জমি ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারও কৃষক পরিবার। এখন তাঁদের একমাত্র ভরসা প্রশাসনের ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলের তলায় কৃষিজমি, দুশ্চিন্তায় চাষিরা! পুজোর আগে ক্ষতিপূরণ নিয়ে এল বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল