বন্যার জল কমলেও কাটছে না দুশ্চিন্তা! পুজোর আগে ঘাটালবাসীর চিন্তা বাড়াচ্ছে...! কী হল জানুন
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Ghatal Flood Situation: প্লাবিত ঘাটালে আস্তে আস্তে বন্যার জল কমতে শুরু করেছে
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ বর্ষায় লাগাতার বৃষ্টিতে জল থইথই করছিল ঘাটাল। বিগত কিছুসময়ে আবহাওয়া খানিক বদলেছে। ঘাটালেও বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। প্লাবিত ঘাটালে আস্তে আস্তে বন্যার জল কমতে শুরু করেছে। তবে এখনও ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত।
কোথাও এক কোমর, কোথাও আবার হাঁটু সমান জল। সেই পেরিয়েই চলছে যাতায়াত। এদিকে দুর্গাপুজো আসন্ন। ফলে সবমিলিয়ে চিন্তায় পড়েছেন এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ দিঘার নতুন আকর্ষণ গণপতি বাপ্পা! চোখ ধাঁধানো ছবিগুলো দেখুন
চন্দ্রকোনার কেঠিয়া নদীর জলস্তর কমলেও ঘাটালে এখনও প্লাবিত ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। এখনও জলে ডুবে রয়েছে বহু রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষিজমি। ফলে সব মিলিয়ে দুর্গাপুজোর আগে দুশ্চিন্তায় রয়েছে ঘাটালবাসী।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রত্যেক বছর বর্ষা আসলেই ঘাটালে জল থইথই পরিস্থিতি তৈরি হয়। মানুষের জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। চলতি বছরও এর অন্যথা হয়নি। তবে এখন আস্তে আস্তে বন্যার জল কমছে। যদিও ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। ফলে দুর্গাপুজোর আগে বেশ চিন্তাতেই রয়েছেন এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 11:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্যার জল কমলেও কাটছে না দুশ্চিন্তা! পুজোর আগে ঘাটালবাসীর চিন্তা বাড়াচ্ছে...! কী হল জানুন