এবার হয়ত এই বিদ্যালয়ে নিজের সন্তানের অ্যাডমিশনের জন্য লাইন দেবেন অভিভাবকেরা। বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগানের বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল। এ বিদ্যালয় থেকে এই বছর মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ৫ জন ছাত্র।
জ্যোতি প্রসাদ চট্টোপাধ্যায় ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ। অরিত্র দে ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম। শুভ্র সিনহা মহাপাত্র ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম এরপর রয়েছে প্রিয়ম পাল এবং তুহিন হালদার দুজনেই ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে। এই পাঁচজন কৃতী ছাত্র এক সঙ্গে নিলেন রেজাল্ট। সকলের সঙ্গে করলেন হই হুল্লোড়। পাঁচজনকে একসঙ্গে পেয়ে আপ্লুত প্রধান শিক্ষক।
advertisement
প্রধান শিক্ষক জানান, শুধুমাত্র এই পাঁচ ছাত্রের ফলাফল যে ভালো হয়েছে এমনটা নয়। গড় রেজাল্ট ৮৩%। এরকম ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও ভাল ফল করতে চায় বাঁকুড়া এই বিদ্যালয়।
Neelanjan Banerjee