TRENDING:

Thunderstorm || মর্মান্তিক! বজ্রাঘাতে আহত দুই পরিবারের পাঁচ জন

Last Updated:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বাড়ির দাওয়ায় বসেছিলেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিমলাপাল: বজ্রঘাতে আহত হয়েছেন দুই পরিবারের পাঁচ জন। এর মধ্যে তিনজন মহিলা। আহতদের ভর্তি করা হয়েছে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শুক্রবার বিকালে সিমলাপাল থানার ধানখুনিয়া ও কানাকাটা গ্রামের ঘটনা।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বাড়ির দাওয়ায় বসেছিলেন তাঁরা। এরপরেই বজ্রপাত! প্রত্যকেই বাড়ির দাওয়ায় লুটিয়ে পড়ে। পরে এলাকার মানুষ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। জানা গেছে এই বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন কানকাটা গ্রামে ১ মহিলা, ধানখুনিয়া গ্রামের  ৪ জন।

advertisement

আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?

সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। ভারী বৃষ্টি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও।  বৃষ্টি হবে পঞ্জাব, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে কার্যত দেরিতে বর্ষা ঢুকছে একথা বলাই যায়। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

Priyabrata Goswami

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Thunderstorm || মর্মান্তিক! বজ্রাঘাতে আহত দুই পরিবারের পাঁচ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল