জানা গিয়েছে, এদিন সকালে পাঁচজনে একটি অটো করে পরীক্ষা দিতে যাচ্ছিল ৷ আচমকা মাঝপথে একটি গাড়ি পিছন থেকে এসে তাদের অটোতে ধাক্কা মারে ৷ যাত্রী ও চালক-সহ রাস্তায় অটোটি উল্টে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘাতক গাড়িটি পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
advertisement
অন্যদিকে গতকাল রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর ৷ মর্মান্তিক ঘটনাটি কামালগাছি ব্রিজে ঘটেছে ৷ জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী পায়েল গুহ তার বন্ধুর সঙ্গে বাইকে করে এক বন্ধুর বাড়িতে গিয়েছিল ৷ পায়েল তার বন্ধুর বাইকে করে বাড়ি ফিরছিল ৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সেতুর দেওয়ালে ধাক্কা মারে ৷ এর ফলে বাইক থেকে ছিটকে পড়ে যায় পায়েল ৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে তার বন্ধু গুরুতর আহত হয়েছে ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে ৷
এদিকে, সোমবার সকালে বারাকপুরে দুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। সোমবার ভোর রাতে ঘোষপাড়া রোডের অতিন্দ্র সিনেমা হলের কাছে একটি অ্যাপ ক্যাবের সঙ্গে ধাক্কা লাগে একটি লরির। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ আর একজনের। পুলিশ সূত্রের খবর, দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। এদিনই ইছাপুরের কণ্ঠাধারের সামনে একটি বাইকের সঙ্গে লরির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। দুটি ঘটনাতেই লরির চালকদের আটক করেছে পুলিশ।