আরও পড়ুন: দৈত্যাকার! সোনা নাকি মাছ বোঝা যায়, এতটাই দাম শুনলে চোখ কপালে উঠবে
এদিন বাগনান ২ নম্বর ব্লকের চন্দভাগা গ্রামের নেপাল দাস মাছ ধরার মুগরি তুলতে গেলে দেখেন তার মধ্যে বিশাল আকার কেউটে। তিনি সাপটিকে না প্রাণী মারার চেষ্টা করে গ্রামের মানুষকে জানায়। খবর শুনে স্থানীয় পরিবেশপ্রেমী যুবক পুষ্পেন্দু তুঙ্গ হাওড়া জেলার যৌথ পরিবেশ বঞ্চিত সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের চিত্রক প্রামাণিক, রঘুদেব মান্না এবং সুমন্ত দাস তিনজন সক্রিয় সদস্য।
advertisement
আরও পড়ুন: সাত বছর ধরে একাই আবর্জনা মুক্ত করছেন গঙ্গাকে! ব্যবসায়ীর কাণ্ড দেখে বিস্মিত হবেন
এ পরিবেশ প্রেমীদের কথায় জানা যায়, ঘটস্থলে পৌঁছে স্থানীয় মানুষের সহযোগিতায় জল থেকে ডাঙায় তোলা হয়। এরপর মুগরির একাংশের জাল কেটে। যাতে সাপটি কোন ভাবে আঘাতপ্রাপ্ত না হয়। অতি সাবধানতার সঙ্গে মুগরি থেকে বের করা হয়। সাপটি উদ্ধারের পর স্থানীয় মানুষকে সাপের আতঙ্ক মুক্ত করতে বিশেষ বার্তা। একইসঙ্গে সাপে কামড় থেকে কিভাবে মানুষের প্রাণ বাঁচবে সে বিষয়ে তথ্য প্রদান স্থানীয় মানুষকে। এ প্রসঙ্গে পরিবেশপ্রেমী চিত্রক প্রামাণিক জানান, সাপটি লম্বায় প্রায় ৫ ফুট। সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধারের পর নিরাপদ একটি স্থানে মুক্ত করে দেওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি





