ইতিপূর্বেও এশিয়া কাপ যোগাসনে পুরুলিয়া সিলভার মেডেল ও গোল্ড মেডেল নিয়ে এসেছে। বিশ্বকাপেও যথেষ্ট ভাল ছাপ রেখেছে। আবারও এই জয় নজর কেড়েছে জেলার বাসিন্দাদের। এই বিষয়ে টিমের কোচ বলেন, একের পর এক সাফল্য যোগাসনে জেলার নাম উজ্জ্বল করেছে। আগামী দিনে এইভাবেই পুরুলিয়ার নাম আরও অনেক ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।
advertisement
আরও পড়ুন: যেন বিচ্ছিন্ন এক দ্বীপ! বর্ষা এলে আজও আতঙ্কে ভোগে এই গ্রামের মানুষজন
শরীরচর্চার জন্য যোগা খুবই উপকারী। নিয়মিত যোগাসন করলে শারীরিক নানান সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। পুরুলিয়া জেলার যোগাসন প্রতিযোগীরা একের পর এক সফলতা অর্জন করছেন। তারই মধ্যে নজর কেড়েছে বিএস যোগা ক্লাবের প্রতিযোগীরা। আগামী দিনে বিশ্বকাপেও তাঁরা অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 9:48 PM IST