এর ফলে সে সময় বেড়েছে দুশ্চিন্তা। এভাবে চলতে থাকলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে এ পরিবেশ। সে কথা ভেবেই সরকারি – বেসরকারি নানা কর্মসূচি বন্য প্রাণ রক্ষার বার্তায়। কয়েক বছরে প্রচার অভিযান শেষে এটাই যেন তার সুফল মনে করছেন সকলে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সেই দিক থেকে অনেকটাই নিরাপদ বন্য প্রাণীরা। তবে গৃহপালিত পশু বা হাঁস মুরগি রক্ষা করতে গিয়ে মানুষ অনেকাংশে বন্য প্রাণীদের উপর অত্যাচার করেছে।
advertisement
আরও পড়ুন:কুমড়ো ফুলের বড়া খেয়েছেন? বাড়িতেই সহজে বানান এই সুস্বাদু ভাইরাল খাবার
সেই দিক থেকে এদিনের এই ঘটনায় আনন্দিত সকলে। এই ঘটনায় খুশি জেলা বন বিভাগ। মুরগির ঘরে আটকে পড়া বাঘরোল উদ্ধার করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বন কর্মীদের। ধৈর্য এবং অক্লান্ত পরিশ্রমে প্রাণীটিকে সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। বন দফতরের পক্ষে জানানো হয়, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবার ফলেই এমন ঘটনা। এটা অত্যন্ত আনন্দের আমদের কাছে।
রাকেশ মাইতি