TRENDING:

পুকুরের দিকে নজর রাখতেই চোখে পড়ল ভয়ঙ্কর ঘটনা! ছুটে এল পুলিশ! ৪ লক্ষ টাকা জলে গেল মালিকের

Last Updated:

ঘুম থেকে উঠে সবাই নিজেদের কাজে ব্যস্ত। তবে এসব কাজের মধ্যেই আচমকা দেখা যায় এলাকার একটি পুকুরে কী সব ভাসছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খরদহ, উত্তর ২৪ পরগনা, সুবীর দে: ঘুম থেকে উঠে সবাই নিজেদের কাজে ব্যস্ত। তবে এসব কাজের মধ্যেই আচমকা দেখা যায় এলাকার একটি পুকুরে কী সব ভাসছে। দূর থেকে দেখে অনেকেই আন্দাজ করতে পেরেছিলেন কী হতে পারে, আর সেই আন্দাজ থেকেই ওই পুকুরের মালিককে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই রীতিমতো মাথায় হাত পড়ে যায় ওই পুকুর মালিকের। দেখা যায় অন্ততপক্ষে চার লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।
পুকুরে মরা শিঙি মাছ
পুকুরে মরা শিঙি মাছ
advertisement

বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়দহ দোপেরিয়া এলাকায় মৎস্য ব্যবসায়ী আশপাক পুরোকাইতের একটি পুকুর রয়েছে। সেই পুকুরে আজ সকালে স্থানীয় বাসিন্দারা মাছ ভেসে উঠতে দেখেন। ঘটনার খবর দেওয়া হলে ব্যবসায়ী ঘটনাস্থলে এসে দেখতে পান, পুকুরে থাকা আনুমানিক চার টন শিং মাছ, যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা, সেই সমস্ত মাছ পুকুরের ধারে চলে এসেছে। মৃত্যু হয়েছে প্রচুর মাছের।

advertisement

আরও পড়ুন: শিলান্যাস করেই ‘হাওয়া’ বিধায়ক! ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেল রাস্তা, ক্ষোভ বাড়ছে এলাকায়

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর ২৪ পরগনার রহড়া থানার পুলিশ। ব্যবসায়ী অভিযোগ, তার প্রতিবেশী আমিনা বিবির পরিবারের সঙ্গে তাদের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে। যে কারণে তারাই পুকুরে বিষ মিশিয়ে দিয়েছেন। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন আমিনা বিবি।

advertisement

আরও পড়ুন: ইলিশ থেকে পমফ্রেট! হু হু করে বাড়বে দাম! এই কারণে পকেটে টান পড়তে পারে মাছেভাতে বাঙালির

আমিনা বিবি জানিয়েছেন, এই ধরনের ঘটনার সঙ্গে তিনি এবং তার পরিবারের কেউ কোনওভাবেই যুক্ত নন। চক্রান্ত করে তাকে এবং তার পরিবারের সদস্যদের ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুকুরের দিকে নজর রাখতেই চোখে পড়ল ভয়ঙ্কর ঘটনা! ছুটে এল পুলিশ! ৪ লক্ষ টাকা জলে গেল মালিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল