ইলিশ থেকে পমফ্রেট! হু হু করে বাড়বে দাম! এই কারণে পকেটে টান পড়তে পারে মাছেভাতে বাঙালির

Last Updated:

সামুদ্রিক মাছ লোডিং-আনলোডি সমস্যায় বিপাকে রায়দিঘির মৎস্যজীবীরা। যে কারণে বাড়ছে বাড়তি খরচ, এমনকি আগামিদিনে সামুদ্রিক মাছের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

+
বাজারে

বাজারে বিকোচ্ছে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ

রায়দিঘি, নবাব মল্লিক: সামুদ্রিক মাছ লোডিং-আনলোডি সমস্যায় বিপাকে রায়দিঘির মৎস্যজীবীরা। বর্তমানে প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে গাড়িতে মাছ তুলতে হচ্ছে। ফলে খরচ বাড়ছে মৎস্যজীবীদের। দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর থেকে সামুদ্রিক মাছ ধরে এনে মৎস্যজীবীরা ঘাটে নামিয়ে সরাসরি গাড়িতে তুলে পাঠাতেন ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে বিক্রির জন্য। কিন্তু সম্প্রতি সেই ব্যবস্থা ভেঙে পড়েছে।
এখন ঘাটে সরাসরি গাড়ি এনে মাছ তোলা যাচ্ছে না। এমনকি রায়দিঘি ব্রিজেও মাছের গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। মৎস্যজীবীদের বাধ্য হয়ে প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে মাছ গাড়িতে তুলতে হচ্ছে। এর জন্য ইঞ্জিনভ্যানে করে মাছ নিয়ে যেতে হচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে খরচ। ফলে খরচ বেড়ে গেলেও বিক্রির দামে তেমন পরিবর্তন না হওয়ায় লাভের অঙ্ক কমে এসেছে। তবে আগামিদিনে মাছের দামে এইসব বাড়তি খরচের কোপ বসবে না তার গ্যারান্টিও নেই কিন্তু! আর তা হলে ইলিশ, পমফ্রেট ইত্যাদি সামুদ্রিক মাছের দাম নিয়ে পকেটে টান পড়তে পারে ক্রেতাদের।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের জীবিকা বড়সড় সংকটে পড়বে। সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। এ নিয়ে রায়দিঘি মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি অলোক হালদার জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের দেখা উচিৎ। নাহলে সমস্যা বাড়বে। বর্তমানে মাছ এনে প্রায় তিন কিলোমিটার দূরে মাছ গাড়িতে তুলতে নিয়ে যেতে হচ্ছে। ফলে অতিরিক্ত লোক লাগছে। সেই সঙ্গে নিয়ে যাওয়ার খরচ বাড়ছে। ব্রিজের উপরেও মাছ লোডিং করতে দেওয়া হচ্ছে না। ফলে সমস্যা বাড়ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে মথুরাপুর ২ নং ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ সুমন মাইতি জানিয়েছেন, ব্রিজের উপর গাড়ি না দাঁড় করিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইলিশ থেকে পমফ্রেট! হু হু করে বাড়বে দাম! এই কারণে পকেটে টান পড়তে পারে মাছেভাতে বাঙালির
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement