রাজ্যে 'বঙ্গের শিল্প'! বাঁকুড়ায় প্রথম, ঢুঁ মারতে ভুলবেন না, মিলবে এইসব মনপসন্দ জিনিসপত্র

Last Updated:

বাংলার মাটির ঘ্রাণে শিল্পের উৎসব! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত, জেলাশাসকের হাত ধরে বিষ্ণুপুরে এই প্রথম শুরু হল 'বঙ্গের শিল্প' মেলা, বাংলার হস্তশিল্প ও কুঠির শিল্পের প্রচার ও প্রসার ঘটানোর উদ্দেশ্য নিয়েই মন্দির নগরী শহরে এই মেলা।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডল: বাংলার মাটির ঘ্রাণে শিল্পের উৎসব! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত, জেলাশাসকের হাত ধরে বিষ্ণুপুরে এই প্রথম শুরু হল ‘বঙ্গের শিল্প’ মেলা, বাংলার হস্তশিল্প ও কুঠির শিল্পের প্রচার ও প্রসার ঘটানোর উদ্দেশ্য নিয়েই মন্দির নগরী শহরে এই মেলা।
বাংলার হস্তশিল্প ও কুটির শিল্পের প্রচার ও প্রসার ঘটানোর জন্য এবং শিল্পীদের তৈরি করা শিল্প কলা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই উদ্দেশ্য নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রথমবার মন্দির নগরীর শহর বিষ্ণুপুরে বঙ্গের শিল্প মেলার শুভ সূচনা করা হল।
advertisement
advertisement
১৫ আগস্ট ও ১৬ আগস্ট দু’দিনের জন্য যদুভট্ট মঞ্চ প্রাঙ্গনে এই মেলার শুভ সূচনা হয়। বাঁকুড়া জেলার জেলাশাসক সহ ফিতে কেটে এই মেলার শুভ সূচনা করেন। বাঁকুড়া ও পার্শ্ববর্তী জেলাগুলির ঐতিহ্যবাহী শিল্প, লোকসংস্কৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব মিলনস্থল ‘বঙ্গের শিল্প’।
advertisement
দুই দিনের মেলা, বর্ণিল হস্তশিল্প প্রদর্শনী, লোকগান, লোকনৃত্য, বিশিষ্ট চিত্রশিল্পী যামিনী রায়ের আর্ট গ্যালারি ও আরও অনেক কিছু! দূরদূরান্ত থেকে বহু কুটিরশিল্পী ও হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি বিভিন্ন পসরা নিয়ে স্টল বানিয়ে বিক্রি করছেন। রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। এখানে রয়েছে বাঁকুড়ার তৈরি রকমারি পিঠে থেকে শুরু করে শিল্পীদের হাতের তৈরি ডোকরা, টেরাকোটা, লন্ঠন, দশ অবতার তাস, শঙ্খ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চাষ করা মধু সহ বিভিন্ন জিনিস।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যে 'বঙ্গের শিল্প'! বাঁকুড়ায় প্রথম, ঢুঁ মারতে ভুলবেন না, মিলবে এইসব মনপসন্দ জিনিসপত্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement