খোঁজ নিয়ে জানা গেল, লোকাল হ্যান্ডমেড লাইফ বয়া বানিয়েছেন মৎস্যজীবীরাই। আসলে মাঝ সমুদ্রে ভেসে থাকার জন্য লাইফ বয়া খুবই গুরুত্বপূর্ণ। একান্ত লাইফ বয়া না থাকলে তেলের পিপ ব্যবহারও করা হয়।
এখন সমস্ত ট্রলারে বাধ্যতামূলকভাবে রাখা হয় এই লাইফ বয়া। তারপরও সুরক্ষার জন্য হ্যান্ডমেড লাইফ বয়া তৈরি করেছেন মৎস্যজীবীরা। জালের দড়ি, জাল দিয়ে প্রথমে বানানো হচ্ছে গোলাকৃতি আকার।
advertisement
আরও পড়ুন : মিষ্টি ভোগ, পায়েসের সঙ্গে প্রতিদিন অন্নভোগ, ৫০০ বছরের প্রাচীন মহাপ্রভুর এই মন্দিরে অগণিত ভক্ত সমাগম
পরে তার মধ্যে দেওয়া হচ্ছে ককশিট, থার্মোকল-সহ আরও অন্যান্য বস্তু। যা জলে সহজে ভেসে থাকছে। এটি জাল ভাসানোর কাজে লাগছে। বিপদে পড়লে এই হ্যান্ডমেড জিনিসও কাজে দেবে মৎস্যজীবীদের।
এভাবে স্থানীয়ভাবে এই জিনিস তৈরি করতে খরচ পড়ছে খুব কম। ফলে মৎস্যজীবীরা খুবই খুশি। জাল ভাসানোর সঙ্গে এই জিনিস তৈরি হওয়ায় তারা খুবই আনন্দিত।