TRENDING:

Unique Fair: দামোদর নদকে সাক্ষী রেখে আয়োজিত মেলায় সম্মান জানানো হল মৎস্যজীবীদের

Last Updated:

Unique Fair: শনিবার  শুভ সূচনা করা হয়েছে এই মেলার। ফিতে কেটে মেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক নবীনচন্দ্র বাগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুজুটি : দামোদর নদকে সামনে রেখে মেলা। সেই মেলায় সম্মান জানানো হল মৎস্যজীবীদের। নদীর সঙ্গে তাঁদের জীবন জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। আবার নদীতে কেউ নিখোঁজ হলে সবার আগে এগিয়ে আসেন তাঁরাই। সেই কারণেই তাঁদের সম্মান জানানো হল জুজুটি দামোদর দন্তেশ্বরী মেলায়। শনিবার  শুভ সূচনা করা হয়েছে এই মেলার। ফিতে কেটে মেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক নবীনচন্দ্র বাগ। ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। মেলায় এলাকার ২৫০ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
নদীর সঙ্গে তাঁদের জীবন জীবিকা ওতপ্রোতভাবে জড়িত
নদীর সঙ্গে তাঁদের জীবন জীবিকা ওতপ্রোতভাবে জড়িত
advertisement

উদ্যোক্তারা বলেন, এখানকার আর্থ সামাজিক পরিকাঠামো দামোদর নদ ও তার দুই পাশের জমির ওপর নির্ভরশীল। সেকথা মাথায় রেখেই মেলার আয়োজন। দামোদর নদীতে নিখোঁজ হওয়া মানুষদের দেহ তুলতে সাহায্যকারী ১৫ জন মত্‍স্যজীবীকে পুরস্কৃত করা হয় এ দিন।

আরও পড়ুন :  জয়দেব মেলা ও কেন্দুলি মেলা এক নয়, দুই মেলার স্থান, ইতিহাস সবই আলাদা

advertisement

জানা গেছে, তাঁরা বিভিন্ন সময়ে নদীর জলে নেমে বিপদে পরা মানুষকে সাহায্য করে থাকেন। তাছাড়াও জলে ডুবে নিখোঁজদের উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানের আয়োজকরা জানান, ৫৭ বছর আগে এলাকার বাসিন্দারা এই মেলার সূচনা করেছিলেন। এই মেলায় আশপাশের আট দশটি গ্রামের মানুষ একত্রিত হন। মেলার কটা দিন সকল ধর্মের মানুষও মিলিত হয়ে জুজুটি এলাকায় সৌহার্দ্য-বার্তা ছড়িয়ে দেন।

advertisement

আরও পড়ুন :  ‘স্পঞ্জ রসগোল্লা’ নামের কারণ কী? অন্য রসগোল্লার সঙ্গে পার্থক্যই বা কোথায়? জেনে নিন

তাঁদের সম্মান জানানোর অনুষ্ঠানে আপ্লুত মৎস্যজীবীরা। তাঁরা বলছেন, এই স্বীকৃতি মানুষের জন্য ভাল কাজ করার পুরস্কার। আরও কিছু করার প্রেরণা যোগাবে এই উদ্যোগ।

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

পৌষ মাসের শেষ ও মাঘ মাসের শুরুতে নানান মেলা উৎসব হয় জেলা জুড়েই। তার মধ্যে অন্যতম এই জুজুটি দামোদর দন্তেশ্বরী মেলা। এই সময় ধান কাটা ধান ঝাড়ার কাজ শেষ হয়ে যায়। বাসিন্দাদের হাতে ধান বিক্রি করে টাকাও আসে। সেই কিছুদিনের কাজের অবসরে আনন্দ করতেই এই মেলার সূচনা হয়েছিল। মেলায় নানান স্টল রয়েছে। হস্তশিল্পের পসার রয়েছে। রয়েছে নানান খাবারের স্টল। প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unique Fair: দামোদর নদকে সাক্ষী রেখে আয়োজিত মেলায় সম্মান জানানো হল মৎস্যজীবীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল