হাজার চেষ্টা করেও স্বামীকে খুঁজে পাননি স্ত্রী অঞ্জনা মণ্ড। ১৮ দিনের উপর নিখোঁজ ওই মৎস্যজীবী। অবশেষে, স্ত্রী হাজির হন হিঙ্গলগঞ্জ থানায়। নিখোঁজ ডায়েরি দায়ের হয়। পরিবারের একমাত্র রোজগেরে শত্রুঘ্নর ১৭ বছরের এক মেয়ে ও ৭ বছরের এক ছেলে রয়েছে।তাঁর আয়েই চলত সংসার।
শত্রুঘ্ন মণ্ডল নিরুদ্দেশ থাকায় সংসার চালানো দুঃসহ হয়ে উঠেছে অঞ্জনার কাছে। ছেলে-মেয়েদের পড়াশোনাও প্রায় বন্ধের মুখে। বাবাকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়ে প্রশাসনের কাছে কান্নায় ভেঙে পরেন সন্তানরা। কিন্তু প্রশ্ন উঠছে, নিখোঁজ হয়ে যাওয়ার ১৮ দিনের বেশি সময় পার হয়ে গেলেও কেন খোঁজ পাওয়া যাচ্ছে না মৎস্যজীবীর? স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কেন এত দেরীতে পুলিশের দ্বারস্থ হল পরিবার? যদিও ঘটনায় ইতিমধ্যেই তদন্তকারী পুলিশ আধিকারিকেরা পরিবারের পাশাপাশি পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
advertisement
রুদ্র নারায়ণ রায়