স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা অষ্টমী ট্রলারটি কেঁদো দ্বীপের কাছে ইলিশ ধরছিল। কিন্তু সেইসময় সাগরের উত্তাল ঢেউ বারবার এসে ধাক্কা দিচ্ছিল ট্রলারটিতে। একসময় এমনই এক বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে ছিটকে জলে পড়েন যায় ওখানকার চারজন মৎস্যজীবী। তার মধ্যে তিন জনকে উদ্ধার করা গেলেও গোপাল মণ্ডল এখনও নিখোঁজ।
আরও পড়ুন: স্কুলের হোম ওয়ার্ক গাছের চারা তৈরি! কোথায় দেখা গেল এমনটা?
advertisement
ট্রলার থেকে চার মৎস্যজীবী গভীর সমুদ্রে পড়ে গেলে বাকিরা আতঙ্কিত হয়ে ওঠেন। ওই সময় পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু যে উদ্ধার করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যান গোপাল। দীর্ঘক্ষণ তাঁর সন্ধানে তল্লাশি চালানো হলেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয় মৎস্যজীবীরা।
ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনী ও প্রশাসনের নজরে গোটা বিষয়টি আনা হয়েছে। খবর পাওয়ার পর গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। কেঁদো দ্বীপ সংলগ্ন এলাকায় নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন অন্যান্য মৎস্যজীবীরাও। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
নবাব মল্লিক