TRENDING:

গভীর সমুদ্রে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী!

Last Updated:

নামখানা খেয়াঘাট থেকে এফবি কেশব নারায়ণ নামে একটি ট্রলার মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেয়। ওই ট্রলারে মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যেই এক মৎস্যজীবী সমুদ্রে পড়ে যান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী। শুরু হয়েছে উদ্ধারকার। দুর্ঘটনাটি ঘটেছে লুথিয়ান দ্বীপের কাছে। নিখোঁজ মৎস্যজীবীর নাম লক্ষণ দাস (৩৮)। এই ঘটনার পর নামখানা থানার পুলিশ হরিপুর-লালগঞ্জ সমুদ্র সৈকতের কাছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।
ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী
ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী
advertisement

সূত্রের খবর, নামখানা খেয়াঘাট থেকে এফবি কেশব নারায়ণ নামে একটি ট্রলার মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেয়। ওই ট্রলারে মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর পেয়ে তাঁরা ট্রলার ঘুরিয়ে গভীর সমুদ্র থেকে ফিরে আসছিলেন। ঠিক সেই সময়ই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পাট হবে হাতিয়ার, শিল্পের নতুন দিশার পথে মুর্শিদাবাদ

advertisement

লুথিয়ান দ্বীপের কাছে কালিস্থান নামক জায়গায় ট্রলারটিকে নোঙর করেন মৎস্যজীবীরা। সেইসময়‌ই জলে পড়ে তলিয়ে যান লক্ষণ দাস। এখনও পর্যন্ত ওই মৎস্যজীবীর কোন‌ও খোঁজ পাওয়া যায়নি। এই খবর উপকূলে এসে পৌঁছতেই নামখানা থানার পুলিশকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজ মৎস্যজীবীর বাড়ি কাকদ্বীপ থানার ফটিকপুর এলাকায়। সেখানে খবর পাঠানো হয়েছে।

View More

এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ওই মৎস্যজীবীর পরিবার। ওই মৎস্যজীবী স্রোতের টানে অন্য কোথাও ভেসে চলে গিয়েছেন কিনা সেটিও দেখা হচ্ছে। সময় যত এগিয়ে যাচ্ছে তত উদ্বেগ আরও বাড়ছে। ট্রলারে থাকা অন্য মৎস্যজীবীরাও পুলিশকে অনুসন্ধানের কাজে সহযোগিতা করছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এই ঘটনায় এফবি কেশব নারায়ণ ট্রলারের অন্যান্য মৎস্যজীবীরা ভেঙে পড়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর সমুদ্রে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল