সূত্রের খবর, নামখানা খেয়াঘাট থেকে এফবি কেশব নারায়ণ নামে একটি ট্রলার মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেয়। ওই ট্রলারে মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর পেয়ে তাঁরা ট্রলার ঘুরিয়ে গভীর সমুদ্র থেকে ফিরে আসছিলেন। ঠিক সেই সময়ই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাট হবে হাতিয়ার, শিল্পের নতুন দিশার পথে মুর্শিদাবাদ
advertisement
লুথিয়ান দ্বীপের কাছে কালিস্থান নামক জায়গায় ট্রলারটিকে নোঙর করেন মৎস্যজীবীরা। সেইসময়ই জলে পড়ে তলিয়ে যান লক্ষণ দাস। এখনও পর্যন্ত ওই মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি। এই খবর উপকূলে এসে পৌঁছতেই নামখানা থানার পুলিশকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজ মৎস্যজীবীর বাড়ি কাকদ্বীপ থানার ফটিকপুর এলাকায়। সেখানে খবর পাঠানো হয়েছে।
এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ওই মৎস্যজীবীর পরিবার। ওই মৎস্যজীবী স্রোতের টানে অন্য কোথাও ভেসে চলে গিয়েছেন কিনা সেটিও দেখা হচ্ছে। সময় যত এগিয়ে যাচ্ছে তত উদ্বেগ আরও বাড়ছে। ট্রলারে থাকা অন্য মৎস্যজীবীরাও পুলিশকে অনুসন্ধানের কাজে সহযোগিতা করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় এফবি কেশব নারায়ণ ট্রলারের অন্যান্য মৎস্যজীবীরা ভেঙে পড়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা।