প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল আনুমানিক দশটা নাগাদ যখন ওই তিন জন মৎস্যজীবী কাঁকড়া ধরছিলেন, সেই সময় আচমকা একটি বাঘ জঙ্গল থেকে এসে লাফিয়ে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী চিত্তরঞ্জন সরকারকে তুলে নিয়ে চলে যায়। তাঁর সঙ্গে থাকা সঙ্গীসাথীরা লাঠি নিয়ে পিছনে ধাওয়া করে ও চেঁচামেচি করেও শেষমেশ বাঘের নাগাল না পেয়ে ফিরে এসে গ্রামে খবর দেন।
advertisement
আরও পড়ুন : মোবাইলে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন ঘুমন্ত বধূ, এলাকায় চাঞ্চল্য
আরও পড়ুন : বিধবা ভাতার টাকা দিতে অস্বীকার! মা-কে শ্বাসরোধ করে খুন করল ছেলে!
এর পর বন দফতরকে খবর দেওয়া হয়। সুন্দরবন টাইগার রিজার্ভ ফিল্ড ডিরেক্টর জানান কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীদের বৈধ কাগজপত্র থাকলেও ওঁরা কাঁকড়া ধরতে গিয়ে খাঁড়ির মধ্যে ঢুকে পড়ায় বাঘের আক্রমণের শিকার হন।
advertisement
( প্রতিবেদন-অনুপ বিশ্বাস)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 1:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans Tiger Attack : সুন্দরবনে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ