সূত্রের খবর, কাকদ্বীপের লট নম্বর ৮-এর দাসপাড়ার বাসিন্দা ভরত পুরকায়ত তাঁর বাবা ও মাকে সঙ্গে নিয়ে ছোট ডিঙি নৌকায় করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে যান প্রায়শই। মুড়িগঙ্গা নদীতে চিংড়ি মাছ ধরে পুরকায়ত পরিবার সংসার চালায়।
আরও পড়ুন: কমলা সতর্কতা জারি, বন্ধ বহু রাস্তা! একাধিক রাজ্য ঢাকতে চলেছে তুষারে, মুষলধারে অবিরাম বৃষ্টি
advertisement
তাঁদেরই পাতা জালে হঠাৎ টান পড়লে তিন জন মিলে জালটি টেনে নৌকায় তোলার চেষ্টা করেন। এরপর নৌকায় জালটি তোলা হলে তাঁরা দেখেন, একটি বিশালাকৃতির শংকর মাছ তাঁদের জালে পড়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা উপকূলে ফিরে আসেন।
এরপর সেটির ওজন করে দেখা যায়, ওই মাছটির ওজন হয়েছে প্রায় ৯০ কেজি। এরপর মাছটিকে নিয়ে যাওয়া হয় নিশ্চিন্তপুরে মাছের আড়তে। সেখানে মাছটিকে বিক্রি করা হয়েছে। ২৪০ টাকা কেজি দরে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে এই মাছ। একবারে এত টাকার মাছ কোনও দিন বিক্রি করেননি বলে জানিয়েছেন মৎস্যজীবী ভরত পুরকায়ত। জালে এই মাছ পেয়ে খুবই খুশি তিনি।
নবাব মল্লিক