TRENDING:

Fish Farming : এবার জীবাণু 'রাজা' করে দেবে মাছ চাষিদের! ডবল লাভ আসবে ঘরে, কমবে মাছের মড়ক! ফল দেখবেন হাতেনাতে

Last Updated:

Fish Farming : এবার মাছের বৃদ্ধি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে জলাশয়ে জীবাণু প্রয়োগের পরামর্শ দেওয়া হল মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগরের ফার্ম স্কুলের মাধ্যমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার মাছের বৃদ্ধি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে জলাশয়ে জীবাণু প্রয়োগের পরামর্শ দেওয়া হল মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগরের ফার্ম স্কুলের মাধ্যমে। এর ফলে জলাশয়ে মাছের বৃদ্ধি ঘটবে দ্রুত। লাভবান হবেন কৃষকরা। নাইট্রোজেন ফিক্সিং এই জীবানু জলাশয়ে ঔষধের মত কাজ করে‌। এর ব্যবহারের ফলে জলাশয়ে ৮০ শতাংশ ক্ষতিকারক জীবাণু মুক্ত করা যায়‌।
advertisement

মাছের দ্রুত বৃদ্ধি, মাছের গায়ে লাল দাগ, মাছের মাথা ঘুরে মরা বা পচনসহ একাধিক রোগ, চিংড়ির রোগ সহ একাধিক রোগ সারানো যায় এর প্রয়োগের মাধ্যমে। এমনকি মাছের গায়ে জমাট বাধা শ্যাওলা, জলাশয় পরিষ্কারসহ মাছের মড়ক সমস্ত কিছুতেই কাজে লাগে। এ নিয়ে ব্লকের আতমা কমিটি ও কৃষি-প্রাণীপালন-মৎস্যদফতরের পক্ষ থেকে মৎস্য চাষীদের নিয়ে ফার্ম স্কুলের আয়োজন করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন : চেন্নাইয়ের আদলে সোনায় মোড়ানো মণ্ডপ, সুরক্ষার জন্য থাকছে বাউন্সার! কালীপুজোয় বড় চমক এখানে

সেখানে উপস্থিত ছিলেন এটিএম জয়দীপ পাল, সৌরদীপ পিড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিততে জলাশয়ে এই জীবানু প্রয়োগ। এরপর জাল দিয়ে হাতেকলমে এর প্রশিক্ষণের কাজ করা হয়। ১০০ গ্রাম এই জীবানু ১০ লিটার জলে ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর জলাশয়ে মিশ্রনটি ছিটিয়ে দিতে হবে। সমস্ত জীবানু ব্যবহারের পর জলাশয়ের জল ঘেঁটে দিতে হবে‌।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সাপ উদ্ধারে গিয়ে ঘটল বিপত্তি! বিষধর চন্দ্রবোড়ার এক ছোবলেই খেল খতম
আরও দেখুন

ব্যবহারের ক্ষেত্রে সময়ের কোনও বাধ্যবাধকতা নেই। ব্যবহারের ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে জলাশয়ের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন মৎস্যচাষীরা। এই প্রশিক্ষণ নেওয়ার ফলে খুশি কৃষকরা। আগামীদিনে এর প্রভাব কতটা পড়বে তার দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। নতুন এই জীবানু প্রয়োগের ব্যাপারটি নজর কেড়েছে সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fish Farming : এবার জীবাণু 'রাজা' করে দেবে মাছ চাষিদের! ডবল লাভ আসবে ঘরে, কমবে মাছের মড়ক! ফল দেখবেন হাতেনাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল