খাতড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছেলে ও মেয়েদের আলাদা বিভাগে রাতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। ছেলেদের প্রতিযোগিতা খাতড়ার দেদুয়া ব্রিজ মোড় থেকে শুরু হয়ে মুকুটমনিপুর গিয়ে ফের দেদুয়া ব্রিজ মোড়ে এসে শেষ হয়। মেয়েদের প্রতিযোগিতা মুকুটমণিপুর থেকে শুরু হয়ে দেদুয়া ব্রিজ মোড়ে শেষ হয়। রাতের অন্ধকারেও ফিটনেসের যাত্রা।
আরও পড়ুন: খেল দেখাল বাঁকুড়ার যুবক! বেঙ্গল অলিম্পিকে হ্যান্ডবলে দুর্দান্ত পারফরম্যান্স সিদ্ধেশ্বরের টিমের
advertisement
ছেলেদের ১৪ কিলোমিটার ও মেয়েদের ৭ কিলোমিটার করে প্রতিযোগিতা ছিল। ছেলেদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে তারক মাণ্ডি, প্রশান্ত দাস, উজ্জল মান্ডি এবং মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে সুতপা মুখার্জি, স্মৃতি মুর্মু ও অর্পিতা টুডু। খাতড়া মহকুমা এলাকা ছাড়াও ছাতনা, কমলপুর, ঝাড়গ্রাম থেকেও প্রতিযোগীরা নাইট ম্যারাথনে অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা শেষে খাতড়ার পাম্প মোড়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন ছিল। রাতের বুক ম্যারাথন দেখতে উৎসাহিত মানুষ জমা হন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক ক্রীড়ায় ম্যারাথন খেলা শুরু থেকেই প্রচলিত ছিল। কিন্তু ১৯২১ সালের পূর্ব পর্যন্ত এ খেলার সুনির্দিষ্ট মানদণ্ড ছিল না। প্রতি বছর বিশ্বে গড়ে পাঁচ শতাধিক ম্যারাথন ক্রীড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এ খেলায় বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী শৌখিন দৌড়বিদগণ অংশ নিয়ে থাকেন। বাঁকুড়ায় রয়েছে ম্যারাথনের যথেষ্ঠ ক্রেজ।
নীলাঞ্জন ব্যানার্জী





