সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৮৯৩ মিটার উচ্চতায় রয়েছে আগ্নেয়গিরি ওজস দেল সালাডো। এটি চিলির সর্বোচ্চ পর্বত। এটি চিলি ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত আন্দিজ পর্বতের একটি স্ট্যাটো ভলকেনো। স্প্যানিশ নাম “ওজোস ডেল সালাদো” এর অর্থ “লবনের চোখ” এবং ওজোস ডেল সালাদো পাহাড়ের উপরে অবস্থিত “ক্রেটার হ্রদ” ৬৩৯০ মিটার উচ্চতায় রয়েছে। যা বিশ্বের সর্বোচ্চ হ্রদ বলে মনে করা হয়। গত বুধবার সেই পর্বত শৃঙ্গ জয় করেন উত্তরপাড়ার বাসিন্দা শুভম চ্যাটার্জি।
advertisement
শুভম চ্যাটার্জী স্থানীয়দের কাছে পরিচিত মাউন্টেনিয়ার রনি নামে। ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি শুভম এর আগেও বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে পর্বতারোহণকরছে। সব থেকে কম সময়ের মধ্যে পৃথিবীর সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি পর্বত শৃঙ্গ এবং সাতটি ভঙ্গিল পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে রনি। মাউন্ট এলব্রুস জয় তাঁর মধ্যে অন্যতম।
ওজোস দেল সালডো জয় করা অত্যন্ত কঠিন কাজ। অত্যন্ত কম অক্সিজেন ও শুস্ক আবহাওয়ায় ১১ঘন্টা পথ অতিক্রম করে শুভম এই আগ্নেয়গিরি জয় করে। যদিও ১৩০০ বছর আগে এই আগ্নেয়গিরি থেকে আগ্নেয় বিস্ফোরণ হয়েছিল। তবে ১৯৯৩ সালে আবারওএই আগ্নেয়গিরিকে সক্রিয় হতে দেখা গিয়েছিল। প্রাণের ঝুঁকি নিয়ে আগ্নেয়গিরি পর্বত শৃঙ্গ জয় করেছে উত্তরপাড়ার পর্বতারোহী।
রাহি হালদার