TRENDING:

পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করলেন উত্তরপাড়ার যুবক! প্রথম বাঙালি তিনি, গর্বের মুহূর্ত!

Last Updated:

উত্তরপাড়ার পর্বতারোহী শুভম চ্যাটার্জী বিশ্বের উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি ওজোস দেল সালাডো শৃঙ্গে ভারতীয় পতাকা উড়িয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে এই শৃঙ্গ জয় করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি পর্বত শৃঙ্গে ভারতীয় পতাকা ওড়ালেন উত্তরপাড়ার পর্বতারোহী শুভম চ্যাটার্জী। শুভম হলেন প্রথম বাঙালি পর্বতারোহী, যিনি বিশ্বের উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি পর্বত ওজোস দেল সালাডো শৃঙ্গ জয় করেছেন। শুধু প্রথম বাঙালি নন তিনি হলেন প্রথম ভারতীয় যিনি আর্জেন্টিনা ও চিলি সীমান্তে অবস্থিত বিশ্বের সর্ব বৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি জয় করে ফিরেছেন দেশের মাটিতে।
advertisement

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৮৯৩ মিটার উচ্চতায় রয়েছে আগ্নেয়গিরি ওজস দেল সালাডো। এটি চিলির সর্বোচ্চ পর্বত। এটি চিলি ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত আন্দিজ পর্বতের একটি স্ট্যাটো ভলকেনো। স্প্যানিশ নাম “ওজোস ডেল সালাদো” এর অর্থ “লবনের চোখ” এবং ওজোস ডেল সালাদো পাহাড়ের উপরে অবস্থিত “ক্রেটার হ্রদ” ৬৩৯০ মিটার উচ্চতায় রয়েছে। যা বিশ্বের সর্বোচ্চ হ্রদ বলে মনে করা হয়। গত বুধবার সেই পর্বত শৃঙ্গ জয় করেন উত্তরপাড়ার বাসিন্দা শুভম চ্যাটার্জি।

advertisement

শুভম চ্যাটার্জী স্থানীয়দের কাছে পরিচিত মাউন্টেনিয়ার রনি নামে। ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি শুভম এর আগেও বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে পর্বতারোহণকরছে। সব থেকে কম সময়ের মধ্যে পৃথিবীর সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরি পর্বত শৃঙ্গ এবং সাতটি ভঙ্গিল পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে রনি। মাউন্ট এলব্রুস জয় তাঁর মধ্যে অন্যতম।

advertisement

ওজোস দেল সালডো জয় করা অত্যন্ত কঠিন কাজ। অত্যন্ত কম অক্সিজেন ও শুস্ক আবহাওয়ায় ১১ঘন্টা পথ অতিক্রম করে শুভম এই আগ্নেয়গিরি জয় করে। যদিও ১৩০০ বছর আগে এই আগ্নেয়গিরি থেকে আগ্নেয় বিস্ফোরণ হয়েছিল। তবে ১৯৯৩ সালে আবারওএই আগ্নেয়গিরিকে সক্রিয় হতে দেখা গিয়েছিল। প্রাণের ঝুঁকি নিয়ে আগ্নেয়গিরি পর্বত শৃঙ্গ জয় করেছে উত্তরপাড়ার পর্বতারোহী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহি হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করলেন উত্তরপাড়ার যুবক! প্রথম বাঙালি তিনি, গর্বের মুহূর্ত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল