TRENDING:

Hospital on Train: বিশ্বে প্রথম বাংলায়, চলমান ট্রেনে চলছে চিকিৎসা, কোচের মধ্যে অপরেশন থিয়েটার, মাল্টি স্পেশ্যালিটি হসপিটাল!

Last Updated:

২৪১ তম প্রকল্প পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেথুয়াডহরিতে আনা হয়েছে এই চলমান মাল্টি স্পেশালিটি ট্রেন হাসপাতাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বিশ্বের প্রথম মাল্টি স্পেশালিটি হাসপাতাল চলমান ট্রেনে স্বাস্থ্য পরিষেবা নিতে মানুষের ভিড় উপচে পড়ল। ট্রেনটি বেথুয়াডহরী রেল স্টেশনে চিকিৎসা পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষকে। ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের প্রথম মাল্টি স্পেশালিটি হাসপাতাল ট্রেন লাইফ লাইন এক্সপ্রেসে চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা। এই পরিষেবা পাওয়া যাবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।
advertisement

চোখের পরীক্ষা এবং সানি সার্জারি, কানের পরীক্ষা এবং সার্জারি, অর্থপেডিক ওপিডি এবং সংশোধন মূলক সার্জারি, দাঁতের পরীক্ষা, স্তন গর্ভাশয় ক্যান্সার সনাক্তকরণ এই সমস্ত পরিষেবা মিলবে এখানে সম্পূর্ণ বিনামূল্যে। ২৪১ তম প্রকল্প পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেথুয়াডহরিতে আনা হয়েছে এই চলমান মাল্টি স্পেশালিটি ট্রেন হাসপাতাল।

আরও পড়ুনBengal Winter Weather: ঠান্ডায় জবুথবু, শীতের বিরাট ঝাঁকুনির অপেক্ষা, ৪৮ ঘণ্টার ব্যবধানে বদলে যাবে হাওয়ার গতি, ওয়েদার আপডেট জানুন

advertisement

উল্লেখ্য এই প্রথম ট্রেনের মধ্যে মাল্টি স্পেশালিটি চলমান হাসপাতাল যার নাম দেওয়া হয়েছে লাইফ লাইন এক্সপ্রেস। নদিয়ার বেথুয়াডহরি রেল স্টেশনে এই ট্রেন আসার পর থেকেই কৌতুহলের শেষ নেই মানুষের। সাধারণত হাসপাতাল বলতে আমরা বুঝি যে কোন বড় ইমারত। সেখানে ট্রেনের মধ্যে হাসপাতাল খানিকটা অবাক করেছে স্থানীয় বাসিন্দাদের। ট্রেনের কোচকে ভেতর থেকে সম্পূর্ণভাবে মডিফাই করে বানানো হয়েছে অপারেশন থিয়েটার সহ নানান পরিষেবা দেওয়ার ব্যবস্থা।

advertisement

View More

শুধু তাই নয় এখানে ওপিডির মাধ্যমে বিভিন্ন চিকিৎসকেরা বিভিন্ন রোগের পরিষেবা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষজন বিনামূল্যে লাইফ লাইন এক্সপ্রেস থেকে এই ধরনের পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি বলেই তারা জানাচ্ছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hospital on Train: বিশ্বে প্রথম বাংলায়, চলমান ট্রেনে চলছে চিকিৎসা, কোচের মধ্যে অপরেশন থিয়েটার, মাল্টি স্পেশ্যালিটি হসপিটাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল