চোখের পরীক্ষা এবং সানি সার্জারি, কানের পরীক্ষা এবং সার্জারি, অর্থপেডিক ওপিডি এবং সংশোধন মূলক সার্জারি, দাঁতের পরীক্ষা, স্তন গর্ভাশয় ক্যান্সার সনাক্তকরণ এই সমস্ত পরিষেবা মিলবে এখানে সম্পূর্ণ বিনামূল্যে। ২৪১ তম প্রকল্প পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেথুয়াডহরিতে আনা হয়েছে এই চলমান মাল্টি স্পেশালিটি ট্রেন হাসপাতাল।
advertisement
উল্লেখ্য এই প্রথম ট্রেনের মধ্যে মাল্টি স্পেশালিটি চলমান হাসপাতাল যার নাম দেওয়া হয়েছে লাইফ লাইন এক্সপ্রেস। নদিয়ার বেথুয়াডহরি রেল স্টেশনে এই ট্রেন আসার পর থেকেই কৌতুহলের শেষ নেই মানুষের। সাধারণত হাসপাতাল বলতে আমরা বুঝি যে কোন বড় ইমারত। সেখানে ট্রেনের মধ্যে হাসপাতাল খানিকটা অবাক করেছে স্থানীয় বাসিন্দাদের। ট্রেনের কোচকে ভেতর থেকে সম্পূর্ণভাবে মডিফাই করে বানানো হয়েছে অপারেশন থিয়েটার সহ নানান পরিষেবা দেওয়ার ব্যবস্থা।
শুধু তাই নয় এখানে ওপিডির মাধ্যমে বিভিন্ন চিকিৎসকেরা বিভিন্ন রোগের পরিষেবা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষজন বিনামূল্যে লাইফ লাইন এক্সপ্রেস থেকে এই ধরনের পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি বলেই তারা জানাচ্ছেন।
Mainak Debnath





