TRENDING:

West Bengl Election Results 2021: 'আনন্দের সময় এটা নয়', এগিয়ে থেকেও বার্তা ফিরহাদের

Last Updated:

এত ব্যবধানে এগিয়ে থাকার পরও আনন্দ-উত্সবে মাততে রাজি নন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সকাল থেকেই তিনি প্রত্যয়ী। সকাল থেকেই তিনি বারবার বলে আসছেন, দুশোর বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। বেলা সাড়ে বারোটা পর্যন্ত কলকাতা বন্দর কেন্দ্রে তিনি ৩৮ হাজারের বেশি ভোটে এগিয়ে। অর্থাত্ উল্লেখযোগ্য ব্যবধানেই এগিয়ে ফিরহাদ হাকিম ববি। তবে তিনি এত ব্যবধানে এগিয়ে থাকার পরও আনন্দ-উত্সবে মাততে রাজি নন। ফিরহাদ বলেছেন, এটা আনন্দ করার সময় নয়। যাঁরা আমাদের ভোট দিয়ে জেতাচ্ছেন তাঁদের অনেকেই নেই। তবে মানুষকে ধন্যবাদ। এখন আমাদের উত্সব করা সাজে না। এই পরিস্থিতি থেকে আমাদের বেরোতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াই ছিল। তবে করোনার সঙ্গে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। আর এই লড়াইতেও আমাদের একসঙ্গে লড়তে হবে।
advertisement

সকালে তাঁর মুখে গীতার সারকথা শোনা গিয়েছিল। ফিরহাদ হাকিম বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফলের আশায় কাজ করেন না। বেলা যত গড়িয়েছে, ততই আরএ বেশি প্রত্যয়ী দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিককে। তিনি বলেছেন, ''বিজেপি অনেকরকমভাবে তাদের দলের কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করেছিল। তাই জন্য বারবার ২০০-র বেশি সিট পাবে বলে দাবি করছিল। ওদের নেতারাও জানত ২০০ সিট পাওয়া ওদের পক্ষে অসম্ভব। আমরা কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতিতে মানুষ ভরসা রেখেছে।'' এদিন অবশ্য জয়ের ঘোষণার আগেই ফিরহাদ হাকিমের সমর্থনে রাস্তায় নেমেছেন তৃণমূলের সমর্থকরা। সোশ্যাল ডিস্টেন্সিং-এর দফারফা হয়েছে। যদিও এবার যে কোনওরকম বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হর্স ট্রেডিংয়ের কথা শোনা গিয়েছিল ভোটগণনার ২৪ ঘণ্টা আগেও। ভোট শেষে হর্স ট্রেডিং হতে পারে কি না তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ফিরহাদকে। তিনি বলেছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের আদর্শে যারা বিশ্বাসী তাদের কেনা-বেচা করা যাবে না। কিছু নেতা বিজেপিতে গিয়েছে আগেই। তবে সবাইকে তো আর আদর্শচ্যুত করা যাবে না।''

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengl Election Results 2021: 'আনন্দের সময় এটা নয়', এগিয়ে থেকেও বার্তা ফিরহাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল