আজ বুধবার সকালে ধুপ কাঠি ও অ্যালুমিনিয়াম যন্ত্রাংশ নিয়ে বহরমপুর থেকে মালদহ যাচ্ছিল একটি পন্য বোঝাই গাড়ি। কিন্তু হঠাৎই ৪৮ নম্বর গেটের সামনে এসে লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরাক্কা ব্যারেজে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ফরাক্কা ব্যারেজের ওপর রেল লাইনের বিদ্যুৎ তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই কারণে বন্ধ থাকে ট্রেন চলাচল।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পন্যবাহী লরিতে অগ্নিকাণ্ডের জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। তার কারণ ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে মালদহ হয়ে উত্তরবঙ্গ প্রবেশ করতে হয়। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে যান চলাচল বন্ধ থাকে। ব্যাহত হয় পরিষেবা। পাশাপাশি অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। যদিও দমকল আধিকারিকরা জানিয়েছেন, পন্যবাহী গাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দুটি ইঞ্জিনের প্রচেষ্টায়। কী ভাবে আগুন লেগে গেল লরিতে, তা খতিয়ে দেখা হচ্ছে।
কৌশিক অধিকারী