ওড়গ্রাম জঙ্গল মহলের মিনি মার্কেটে বসতবাড়ি-সহ একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় দোকান ও বাড়ি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম সমীর মিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়ির নীচে মিষ্টির দোকান। বাড়ির দোতলায় পরিবারের সদস্যরা থাকতেন। গতকাল রাতে খাওয়া দাওয়া সেড়ে পরিবারের সদস্যরা দোতলাতে শুয়ে ছিলেন। ভোর আনুমানিক চারটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় দোকানসহ বসত বাড়িটিতে।
advertisement
আরও পড়ুন: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসারে ভুগছেন সঞ্জয় দত্ত, কেমন আছেন ‘সঞ্জু বাবা’? বড় আপডেট দিলেন বোন প্রিয়া
বাড়ির মালিক সমীর মিস্ত্রি জানান, ভোর রাত্রে হঠাৎ ছেলের ডাকে বিছানা থেকে উঠে দেখেন গোটা বাড়ি ধোঁয়ায় ছেয়ে গেছে। জানলা ভেঙে কোনও রকমে স্ত্রী-সহ ছেলেদের উদ্ধার করা হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁরা। চোখের সামনে বাড়ির একটি পোষ্য সারমেয় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দোকানে থাকা সমস্ত সামগ্রী ও বাড়ির জিনিসপত্রের তেমন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সমীর বাবুর দাবি, চারটি ফ্রিজ, একটি মোটর বাইক, দোকানে থাকা নানান খাদ্য সামগ্রী , বসতবাড়িতে থাকা গুরুত্বপূর্ণ নথি, স্ত্রীর গহনা সহ কয়েক লক্ষ টাকা নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় ভাতার থানার পুলিশ ও দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
