TRENDING:

Howrah News: পরপর দু'দিন! দাউদাউ করে জ্বলে উঠল চারদিক! ফের ডোমজুড়ের কারখানায় আগুন

Last Updated:

Howrah News: অগ্নিকাণ্ডে ১৫টির বেশি দমকলের ইঞ্জিন পৌঁছেছে। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ফের আগুন হাওড়ার ডোমজুড়ে! এবার ডোমজুড় কাটলিয়া এলাকায় একটি কারখানায় আগুন। সোমবারের পর মঙ্গলবারেও অগ্নিকাণ্ড হাওড়ায়। এবার একটি বন্ধ কারখানায় আগুন। সোমবার ডোমজুড় উত্তর ঝাপড়দহ এলাকায় কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে ১৫টির বেশি দমকলের ইঞ্জিন পৌঁছেছে। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে আগুনের রেশ এতটাই জোরদার ছিল যে ধারে কাছে ঘেষা মুশকিল হয়। একের পর এক বিস্ফোরণ হতে দেখা যায় জ্বলন্ত কারখানার মধ্যে। অগ্নিদগ্ধ কারখানা থেকে এখনও ধোঁয়া বেরোনো বন্ধ হয়নি। এর মধ্যে আবারও আগুন ডোমজুড়ে। ২৪ ঘণ্টার মধ্যে ফের আগুন। স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত।
advertisement

মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ড ঘটে ডোমজুড় কাটলিয়া এলাকার একটি বন্ধ কারখানায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওই কারখানা বন্ধ ছিল। টিনের শেডের নিচে প্লাস্টিক এবং রাবার জাতীয় জিনিস মজুত ছিল, সেখানেই আগুন। মঙ্গলবার সকালে আগুন লাগার ঘটনা সামনে আসেতেই খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে।

ডোমজুড় থানা অন্তর্গত কাটলিয়া প্রজেক্ট এলাকায় বন্ধ কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাওড়ায় একের পর এক অগ্নিকাণ্ড। তা স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলছে। বন্ধ কারখানায় কী ভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পরপর দু'দিন! দাউদাউ করে জ্বলে উঠল চারদিক! ফের ডোমজুড়ের কারখানায় আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল