TRENDING:

গ্যাস মেরামতির সময় টেকনিশিয়ানের ভুলে বাড়িতে আগুন, পুড়ে মারাত্মক জখম  ৩

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: বাড়ির রান্নার গ্যাস মেরামতির সময় এজেন্সি টেকনিশিয়ানের ভুলের খেসারত দিতে হল অবসরপ্রাপ্ত বৃদ্ধ গ্রাহক দম্পতিকে । সঙ্গে গুরুতর জখম টেকনিশিয়ানও।
advertisement

বুধবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের মহাপাত্রপাড়ার অবসরপ্রাপ্ত পুর্ত দফতরের কর্মী মনোরঞ্জন সেনের বাড়ির রান্নার গ্যাস খারাপ হয় । গ্যাস মেরামতির জন্য টেলিফোনে এইচ পি গ্যাস এজেন্সির ইমার্জেন্সি টেলিফোন নম্বরে ফোন করেন মনোরঞ্জন বাবু । সেই মতোই বেলা দশটার দিকে একজন টেকনিশিয়ান আসেন গ্যাস মেরামতির জন্য।

বাড়িতে ঢুকে গ্যাস মেরামতির কাজ করার সময় আচমকাই রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে । ভয়াবহ আগুনে ঝলসে যান সামনে দাঁড়িয়ে থাকা মনোরঞ্জন সেন ও তাঁর স্ত্রী গীতা সেন । জখম হন টেকনিশিয়ান প্রশান্ত দাসও । বৃদ্ধ দম্পতির আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে আহত তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ।

advertisement

আরও পড়ুন 

প্রতিবন্ধকতাকে হারিয়ে কৃত্রিম পা নিয়েই ডিউটিতে ট্রাফিক সার্জেন্ট সুদীপ রায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চিকিৎসকরা জানিয়েছেন মনোরঞ্জন বাবুর শরীরের ৭০ শতাংশ ও গীতা সেন এর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে । মনোরঞ্জন বাবুর আত্মীয়দের দাবি অনভিজ্ঞ টেকনিশিয়ান ভুলবশত গ্যাসের সিলিন্ডারের কানেকশন খুলে রেখেই আগুন জ্বালানোর চেষ্টা করায় এই বিপত্তি ঘটে । গ্যাস এজেন্সির তরফে দাবি করা হয় টেকনিশিয়ান যথেষ্ট অভিজ্ঞ । গ্যাস লিক করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্যাস মেরামতির সময় টেকনিশিয়ানের ভুলে বাড়িতে আগুন, পুড়ে মারাত্মক জখম  ৩