পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কাশকুলি এলাকায় ভরসন্ধ্যায় একটি গৃহস্থ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। রঘুনাথ সাঁতরার বাড়িতে আগুন লাগার কারণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন লাগার সময় গ্রামে কীর্তনের অনুষ্ঠান চলছিল। স্থানীয়রা আগুন লেগেছে দেখতে পেয়ে চিৎকার করে জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুনঃ নেপথ্যে ১০০ বছরের ইতিহাস, বেলদা স্টেশনের আগের নাম কী ছিল এবং কেন ছিল জানেন?
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সন্ধ্যার প্রদীপের আগুন থেকে এই আগুন লেগেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। বাড়ির লোকজনের কোনও ক্ষতি না হলেও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, কাশকুলি এলাকার বাসিন্দা রঘুনাথ সাঁতরার বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল। গ্রামে কীর্তনের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন সকলে। বাড়িতে আগুন লাগার পর স্থানীয়দের চিৎকারে সবাই জড়ো হয়। এলাকাবাসীর তৎপরতায় আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ঘাটাল দমকল বিভাগে খবর দেওয়া হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন। স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যার পর প্রদীপের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিক ধারণা সকলের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার ও গ্রামবাসীর মুখে আতঙ্ক পরিষ্কার।





