TRENDING:

ঘুমের মধ্যেই বাড়িতে আগুন! দাউদাউ করে জ্বলছে... আটকে বৃদ্ধা শাশুড়ি, একটুর জন্যে রক্ষা প্রাণ

Last Updated:

ঘুমের মধ্যেই বাড়িতে আগুন। ভিতরে আটকে বৃদ্ধা। কীভাবে উদ্ধার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডোমকল, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ প্রতিদিনের মতো রান্না করে খেয়ে শুয়ে পড়েছিলেন ঘরে। আর ঘরের মধ্যে থাকা উনুন থেকেই এবার সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। ঘরে লাগল আগুন। যার কারণে ঘরেই আটকে পড়লেন এক বৃদ্ধা। ঘরের জানালা ভেঙে উদ্ধার করা হল তাঁকে। আর সামান্য দেরি হলেই ঘটে যেতে পারত অঘটন।
উনুন থেকে বাড়িতে লাগল আগুন
উনুন থেকে বাড়িতে লাগল আগুন
advertisement

আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে দু’টি বাড়ি। দুই ভাইয়ের দু’টি বাড়িই পুড়ে ছাই। যদিও দমকল পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। ঘটনার পর ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। রবিবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের রাজাপুর ভাটেপাড়া এলাকার ঘটনা। বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য।

আরও পড়ুনঃ দুর্গাপুজো, কালীপুজো অতীত! এবার শ্রাবণেও কার্নিভাল, শেষ সোমবারের ভিডিও দেখলে আপনিও চমকে যাবেন

advertisement

পরিবার সূত্রে খবর, রাতে উনুনে রুটি বানিয়েছিলেন মাজেদ মিঞার স্ত্রী হানুফা বিবি। সকলে মিলে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে আগুন ধরে যায় ঘরে। তখনই ঘুম ভাঙে হানুফার। ঘরের মধ্যে শুয়ে ছিলেন তাঁর বৃদ্ধা শ্বাশুড়ি। তাঁর চিৎকারেই জড়ো হন স্থানীয়রা। অবশেষে জানালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। অন্যদিকে, আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের ইঞ্জিন পৌঁছতে পৌঁছতে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে মাজেদ মিঞার ভাই আমজাদ মিঞারও বাড়িটিও। ছাই হয়ে গিয়েছে পাশাপাশি থাকা দু’টি বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়ির জামাকাপড়, নথিপত্র, খাবার, নগদ টাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, দু’টি বাড়ি মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুমের মধ্যেই বাড়িতে আগুন! দাউদাউ করে জ্বলছে... আটকে বৃদ্ধা শাশুড়ি, একটুর জন্যে রক্ষা প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল