খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১ টি ইঞ্জিন। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পরবর্তীতে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। তবে দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন : এখানে ছিল সোনার দেবীমূর্তি, ইতালি থেকে আনা শাঁখ বাজানো হয় প্রতিদিন! ১২৬ বছরে ধরে বদলানো হয়নি ঘটের জল
advertisement
বজবজ দমকলের আধিকারিক দেব জীবন মজুমদার বলেন, বারোটা পনেরো নাগাদ খবর পায় তারা। এরপরই এসে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন নেভানোর জন্য ফোম ব্যবহার করা হয়। জানা গিয়েছে, একটি অয়েল কন্টেইনারের মধ্যে বিটুমিন, তারপিন অয়েল মেশানো ছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার মধ্যে আগুন লাগে। দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহত খবর মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ অল্প বলে জানা গিয়েছে। স্বাভাবিক অর্থে রবিবার ছুটির দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।