আরও পড়ুন: অস্কারে ভারতীয় ছবি! বলিউডকে টেক্কা দিয়ে মনোনীত গুজরাতের ছবি 'ছেল্লো শো'
একসঙ্গে চারটি গাড়ি চার্জ করা হচ্ছিলো। সেই সময়ই শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দারা জানান। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। যদিও দমকল আসার আগেই স্টলটির বেশিরভাগ অংশই পুড়ে ছাই গিয়েছে।
advertisement
আরও পড়ুন: প্রকাশ্যে মহিলা ভক্তকে আবেগপূর্ণ চুম্বন! লাস ভেগাসে কনসার্টে ভাইরাল স্প্যানিশ গায়ক এনরিক, রইল ভিডিও
প্রসঙ্গত, মে মাসের শেষেই আগুন লেগেছিল দিঘা মোহনার মাছের গোডাউন-সহ আশপাশের একাধিক স্টলে। দীর্ঘদিন ধরে মাছের থার্মোকলের বাক্স এবং নানা জিনিস পত্র দিয়ে পুকুর ভরাটের চেষ্টা চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, মজুত থাকা থার্মোকলেই প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউন ও আশপাশের একাধিক দোকানে। জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তিই নাকি থার্মোকলে আগুন লাগায়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবা করছেন। প্রথমে স্থানীয় মানুষজন এবং পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেও নিউ দিঘার একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।