TRENDING:

ভয়াবহ অগ্নিকাণ্ড দিঘায়! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নিউ দিঘার স্টল, আতঙ্কে পর্যটকরা

Last Updated:

New Digha Fire : দমকল আসার আগেই স্টলটির বেশিরভাগ অংশই পুড়ে ছাই গিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: ফের অগ্নিকাণ্ড দিঘায়! নিউ দীঘার ক্ষনিকা ঘাটের কাছে একটি স্টলে দাউ দাউ আগুন জ্বলতে থাকে। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। সমুদ্র সৈকতে চলা ছোটদের চড়ার জন্য ব্যাটারি চালিত গাড়ি ইলেকক্ট্রিক চার্জে থাকা অবস্থায় আগুন লেগে যায় বলে পুলিশ জানিয়েছে।
advertisement

আরও পড়ুন: অস্কারে ভারতীয় ছবি! বলিউডকে টেক্কা দিয়ে মনোনীত গুজরাতের ছবি 'ছেল্লো শো'

একসঙ্গে চারটি গাড়ি চার্জ করা হচ্ছিলো। সেই সময়ই শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দারা জানান। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। যদিও দমকল আসার আগেই স্টলটির বেশিরভাগ অংশই পুড়ে ছাই গিয়েছে।

advertisement

আরও পড়ুন: প্রকাশ্যে মহিলা ভক্তকে আবেগপূর্ণ চুম্বন! লাস ভেগাসে কনসার্টে ভাইরাল স্প্যানিশ গায়ক এনরিক, রইল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, মে মাসের শেষেই আগুন লেগেছিল দিঘা মোহনার মাছের গোডাউন-সহ আশপাশের একাধিক স্টলে। দীর্ঘদিন ধরে মাছের থার্মোকলের বাক্স এবং নানা জিনিস পত্র দিয়ে পুকুর ভরাটের চেষ্টা চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, মজুত থাকা থার্মোকলেই প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউন ও আশপাশের একাধিক দোকানে। জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তিই নাকি থার্মোকলে আগুন লাগায়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবা করছেন। প্রথমে স্থানীয় মানুষজন এবং পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেও নিউ দিঘার একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয়াবহ অগ্নিকাণ্ড দিঘায়! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নিউ দিঘার স্টল, আতঙ্কে পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল