আরও পড়ুনঃ শুশুনিয়া বেড়ানোর প্ল্যান শীতে? মারাংবুরু চাচো মার্শাল আশ্রম না দেখলে বড় মিস
৫১ পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির। কথিত আছে, এখানে সতীর গলার নলি পড়েছিল। নলহাটেশ্বরী থেকেই এলাকার নাম রাখা হয় নলহাটি। বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে নেমে মাত্র ১৫ কিলোমিটার দূরেই এই মন্দির অবস্থিত। রামপুরহাট থেকে অটো কিংবা বাসের মাধ্যমে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরের কাছেই।
advertisement
নলহাটির মাঝে রয়েছে ছোট্ট জঙ্গলাবৃত অনুচ্চ এক টিলা। তারই এক প্রান্তে দেবী নলাটেশ্বরীর অধিষ্ঠান। বহু সাধকের সাধনার সাক্ষী জঙ্গল ঘেরা এই পাহাড়। এক সময়ে এখানে, সাধারণ মানুষের তেমন আনাগোনা ছিল না। কেবলমাত্র যাতায়াত ছিল বীরাচারী তান্ত্রিকদের। আসতেন কাপালিকরাও।
ট্রাস্টি বোর্ডের সম্পাদক সুনীল কুমার মশকরা জানান যদি কোন সাধু সন্ন্যাসী কিংবা গরিব মানুষ আসেন তাঁদের থাকার জন্য বিনা পয়সায় ব্যাবস্থা রয়েছে কেউ যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সেই প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। আবার কেউ যদি একটু ভালভাবে থাকতে চান তাহলে তাঁদের জন্য এসি এবং নন এসি রুমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে থাকার অন্য এক সুবিধা হল আপনি যখনই রুমে প্রবেশ করুন না কেন পরের দিন ঠিক তখন অবদি আপনি রুমে থাকতে পারবেন।
সৌভিক রায়





