TRENDING:

বিষ খাইয়ে মা ও পোষ্য কুকুরদের মৃত্যুর মুখে ঠেলে নিজেকেও শেষ করতে গেলেন ছেলে! আসানসোলে ভয়ঙ্কর ঘটনা!

Last Updated:

Asansol News: আসানসোলের রাসডাঙ্গায় ঋণের চাপে বিষ খাইয়ে মা ও তিনটি পোষ্য কুকুরকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছেলে। হোয়াটসঅ্যাপ সুইসাইড নোটে কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। পুলিশ তদন্তে নেমেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপক শর্মা, আসানসোল: শুধুমাত্র ঋণের চাপ আর অসহায় আর্থিক অবস্থার জেরে ঘটল এক মর্মান্তিক ঘটনা। আসানসোল দক্ষিণ থানার রাসডাঙ্গা এলাকায় বিষ খাইয়ে মা ও পোষ্য কুকুরদের হত্যা করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি। এই ঘটনায় মৃত্যু হয়েছে বৃদ্ধা মা যুথিকা দাস (৭৫) ও তিনটি পোষ্য কুকুরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর একমাত্র ছেলে পুষান ওরফে অরবিন্দ দাসকে (৪৫)।
News18
News18
advertisement

স্থানীয় সূত্রে ও পুলিশ জানিয়েছে, বাড়ির দরজা দীর্ঘক্ষণ না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর পুলিশে খবর দেওয়া হয়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে। দেখা যায়, বিছানায় নিথর পড়ে রয়েছেন যুথিকা দেবী। পাশেই অচেতন অবস্থায় পড়ে রয়েছেন পুষান। একই ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁদের তিনটি পোষ্য কুকুরকেও।

advertisement

মাছ তো নয়, ‘মহৌষধ’! ভিটামিন D ভরপুর… খেলেই গলবে মেদ! সুগার, প্রেশার, অবসাদ নিমেষে উধাও!

ফ্লাইটে একেবারেই নিষিদ্ধ! পাইলট ও এয়ারহোস্টেসরা করতে পারেন না কোনও দিন! কারণ জানলে মাথা ঘুরে যাবে!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে—ঘরে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল মা ও কুকুরদের। এরপর নিজের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন পুষান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় আসানসোল জেলা হাসপাতালে। তিনি এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

advertisement

জানা গিয়েছে, যুথিকা ও পুষান দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন। তাঁদের বাড়িটি বন্ধক রাখা ছিল একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে। পুষান আত্মহত্যার আগে তাঁর এক বন্ধুকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে আত্মঘাতী নোট পাঠান, যেখানে তিন-চারজনের নামও উল্লেখ করেন, যাঁরা তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন বলে দাবি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মহত্যার প্রচেষ্টা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর নোট ও আর্থিক নথি খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিষ খাইয়ে মা ও পোষ্য কুকুরদের মৃত্যুর মুখে ঠেলে নিজেকেও শেষ করতে গেলেন ছেলে! আসানসোলে ভয়ঙ্কর ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল