অর্থ বিনিয়োগ সংক্রান্ত সচেতনতা প্রচারের জন্য সুসজ্জিত ট্যাবলো নিয়ে তাতে লোকসঙ্গীতের আদলে সচেতনতামূলক গান গাওয়া হয়। সচেতনতা প্রচারে অর্থ দফতরের আধিকারিকরা বলেন, প্রতারণার হাত থেকে বাঁচার একটিমাত্র উপায় রাজ্য বা কেন্দ্র সরকারের আওতায় যে সমস্ত পোস্ট অফিস, ব্যাঙ্ক রয়েছে সেখানে স্বল্প সঞ্চয়ে অর্থ বিনিয়োগ করা।
আরও পড়ুন: ‘পান থেকে চুন খসিয়ে’ই জীবন যুদ্ধে লড়ছেন কাজল
advertisement
এই বিষয়ে অর্থ দফতরের এক আধিকারিক জানান, সঞ্চয় করার জন্য মানুষজন পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট ব্যবস্থা ব্যবহার করুক। তাতে আর যাই হোক চিটফান্ডের চক্করে পড়ে সমস্ত টাকা খোঢ়া যাওয়ার ভয় থাকে না। বরঞ্চ পোস্ট অফিসে টাকা রাখলে তার থেকে ভাল পরিমাণের সুদও পাওয়া যায়। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু হয়েছে যেখানে স্বল্প সঞ্চয়ের মধ্যে দিয়ে মানুষজন নিজেদের উন্নতি সূচক জীবন যাপন করতে পারবেন।
রাহী হালদার