আবার অন্যদিকে তিলপাড়া জলাধারের ফাটল বেড়েছে। ফলে শুক্রবার রাত থেকে জলাধারের উপরের রাস্তা দিয়ে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: চাষ করতে করতে জমিতে লুটিয়ে পড়লেন দু’জন! শালবনির ঘটনায় শোরগোল
এদিকে বৃষ্টির ফলে জলস্তর বৃদ্ধি পাওয়ায় তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে প্রায় ১৭০০ কিউসেক জল। এর ফলে ময়ূরেশ্বর থেকে সাঁইথিয়া শহরে যাওয়ার জন্য ফেরি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে ফেরিঘাট জলের তলায় অবস্থান করছে।
advertisement
ফলে যাতায়াতের সমস্যায় নাজেহাল নিত্যযাত্রীরা। সাঁইথিয়ার নতুন ব্রিজ হয়ে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ময়ূরেশ্বরের বাসিন্দাদের প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার ঘুরপথে সাঁইথিয়া যেতে হচ্ছে। অন্যদিকে রামপুরহাট থেকে বোলপুর যেতে গেলেও প্রায় ৫-৬ কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে সকলেই চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব ফেরিঘাট মেরামত করে পরিষেবা চালু করা হোক। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন নিত্যযাত্রীরা।