TRENDING:

আছাড় মেরে খুন? নাকি জীবিত শিশুকন্যাকেই নদীতে ছুড়ে ফেলেছিল বাবা? জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর 'স্বীকারোক্তি'

Last Updated:

Nadia Child Murder Update: স্থানীয়দের দাবি ছিল, অভিযুক্ত প্রথমে শিশুটিকে আছাড় মেরে খুন করে, তারপর মৃতদেহ নদীতে ফেলে দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, নদিয়া: ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায় চার বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছিল বাবা বুদ্ধদেব ঘোষের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি ছিল, অভিযুক্ত প্রথমে শিশুটিকে আছাড় মেরে খুন করে, তারপর মৃতদেহ নদীতে ফেলে দেয়। ঘটনার পর গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর ধুবুলিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। উঠে আসে চমকপ্রদ তথ্য। কী স্বীকারোক্তি ‘বাবা’র?
(স্থানীয়দের দাবি ছিল, অভিযুক্ত প্রথমে শিশুটিকে আছাড় মেরে খুন করে, তারপর মৃতদেহ নদীতে ফেলে দেয়। Represental Image)
(স্থানীয়দের দাবি ছিল, অভিযুক্ত প্রথমে শিশুটিকে আছাড় মেরে খুন করে, তারপর মৃতদেহ নদীতে ফেলে দেয়। Represental Image)
advertisement

ফুলশয্যার রাত, মধুর মিলন শেষে অন্ধকারে ‘বিকট’ আর্তনাদ! …তার পর যা ঘটল, বদলে গেল নববধূর জীবন!

নিজের চার বছরের কন্যাসন্তানকে রাস্তায় আছাড় মেরে খুন করার পর কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দিল বাবা, এমনই অভিযোগ। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে শিশুর নিথর দেহ। নদিয়া জেলার ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায় ঘটল এই মর্মান্তিক ঘটনা।

advertisement

 দুই টিউব শুক্রাণু…! মাইক্রোস্কোপের নীচে আনতেই জানা গেল ভয়ঙ্কর ‘সত্যি’! পুরুষরা পড়লে আঁতকে উঠবেন

তদন্তে নেমে পুলিশের দাবি, শিশুটির দেহে আছাড় মারার কোনও দৃশ্যমান চিহ্ন নেই। তবে অভিযুক্ত নিজেই স্বীকার করেছে, সে জীবিত অবস্থাতেই মেয়েকে জলঙ্গি নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছিল। দীর্ঘ তল্লাশির পর গভীর রাতে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়।

advertisement

আরও পড়ুন- সাপ ঘরে ঢুকলে ভয় পাবেন না! রান্নাঘরে গিয়ে করুন ‘ছোট্ট’ এই কাজ…সাপ লেজ তুলে পালাবে!

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

এই ঘটনায় অভিযুক্ত বুদ্ধদেব ঘোষকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তার সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আছাড় মেরে খুন? নাকি জীবিত শিশুকন্যাকেই নদীতে ছুড়ে ফেলেছিল বাবা? জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর 'স্বীকারোক্তি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল