TRENDING:

Father and Daughter: ব্যবসায়ী বাবা এ কী করে বসল! ‘আমি মরে গেলে মেয়েকে কে দেখবে’- ৫ বছরের মেয়েকে গলা টিপে মেরে দিল!

Last Updated:

Father and Daughter: তনু তার কন্যা সন্তানের মৃতদেহ নিয়ে বেরিয়ে যাচ্ছিল  তখন চিকিৎসকরা ও মেডিকেলের কর্মীরা বাধা দেন। কর্তব্যরত পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: নিজের শিশু কন্যাকে খুন করল বাবা। ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের সুদর্শনপুরে। ইতিমধ্যেই ওই শিশু কন্যার বাবকে আটক করেছে পুলিশ। মৃত শিশুকন্যার নাম অদিতি সেন, বয়স ৫ বছর, আটক ওই বাবার নাম অরূপ ওরফে তনু সেন। তনু সেন রায়গঞ্জের সুপরিচিত ব্যবসায়ী।
বাবা মেরে ফেলল নিজের শিশু কন্যাকে Photo- Representative
বাবা মেরে ফেলল নিজের শিশু কন্যাকে Photo- Representative
advertisement

পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে আচমকাই ওই শিশু কন্যার অচেতন দেহ নিয়ে তনু সেন রায়গঞ্জ মেডিকেল কলেজের জরুরি বিভাগে যায়৷ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তনু তার কন্যা সন্তানের মৃতদেহ নিয়ে বেরিয়ে যাচ্ছিল  তখন চিকিৎসকরা ও মেডিকেলের কর্মীরা বাধা দেন। কর্তব্যরত পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন – Rice Totke: গ্রহের দোষ দূর, অর্থের পথে যে বাধা রয়েছে তা সাফ করে দেয়ে নিমেষে, চালের টোটকায় সংসারে কামাল করে ফেলুন

advertisement

ঘটনাস্থলে এসে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশ সুত্রে জানা গেছে কিছু সময় জিজ্ঞাসাবাদের পরেই ভেঙে পড়ে ওই শিশু কন্যার ভেঙে পড়েন। তিনি স্বীকার করেন তিনিই তার শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুন করেন। তার পরিকল্পনা ছিল নিজের কন্যা সন্তানকে খুন করে সেও আত্মঘাতী হবে।

এই খুনের কারণ হিসাবে ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন কিছুদিন থেকেই তার মনে হচ্ছিল সে মরে গেলে তার প্রিয় শিশু কন্যাকে কেউ সঠিক ভাবে দেখভাল করবে না, সেই ভয় থেকেই তিনি তার শিশু কন্যাকে খুন করেছে৷

advertisement

তদন্তের স্বার্থে পুলিশের তরফে এর থেকে বেশি তথ্য জানানো হয়নি।রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহাম্মদ সানা আখতার জানিয়েছেন ওই ব্যক্তি নিজের শিশু কন্যাকে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আমরা তাকে ইতিমধ্যেই আটক করেছি। ঘটনার সব রকম দিক থেকে তদন্ত করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

Mukta Sarkar

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father and Daughter: ব্যবসায়ী বাবা এ কী করে বসল! ‘আমি মরে গেলে মেয়েকে কে দেখবে’- ৫ বছরের মেয়েকে গলা টিপে মেরে দিল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল