Rice Totke: গ্রহের দোষ দূর, অর্থের পথে যে বাধা রয়েছে তা সাফ করে দেয়ে নিমেষে, চালের টোটকায় সংসারে কামাল করে ফেলুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Grah Dosh: প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক মুঠো চাল জলাশয় বা পুকুরে ফেলে দিন যেখানে মাছ আছে। এরপরে আপনার প্রিয় দেবতাকে স্মরণ করুন এবং আপনার কষ্ট থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন। এভাবে অর্থলাভের পথ সুগম হয়৷
ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে মানুষ বিভিন্ন উপায় মেনে চলে মানুষজন৷ এই উপায়গুলির মধ্যে চালের কৌশল ও প্রতিকার খুবই কার্যকরী। পুজোতেও চালের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধানকে অক্ষতও বলা হয় এবং অক্ষত মানে অখণ্ড। জ্যোতিষশাস্ত্র অনুসারে, জীবনে অনেক সময় গ্রহের বাধার কারণে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় এসব সমস্যা থেকে মুক্তি পেতে চালের ওপর ভিত্তি করে কিছু প্রতিকার করে গ্রহকে শক্তিশালী করা যেতে পারে।
advertisement
চালের এই টোটকাগুলির হাত ধরে অর্থ লাভের সম্ভাবনাও তৈরি হতে শুরু করে। ধনতেরাসের দিনে এই প্রতিকার করলে এর প্রভাব বেশি হয়। আপনি দেবী লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ পাবেন এবং আপনার কুণ্ডলীর চন্দ্র দোষও দূর হবে। চালের এই প্রতিকারগুলি মেনে চললে পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। চালের প্রতিকার কাজে লাগালে সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক চাল সম্পর্কিত এই টোটকাগুলি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement