এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়,ঘাটাল গামী ইট বোঝাই মেশিন ট্রলি ঘাটালের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় পাঁশকুড়া গামী একটি মাল বোঝাই লরি একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে সজরে গিয়ে ধাক্কা মারে ওই ইট বোঝাই মেশিন ট্রলিতে।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের এবং গুরুতরভাবে জখম হয় আরও একজন।
advertisement
আরও পড়ুন- দেড় লক্ষ টাকা আয়, ধানের পরিবর্তে মুসম্বি লেবু চাষ করে ‘মালামাল’ কৃষক
আরও পড়ুন- রবিবারও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, আবারও চরম ভোগান্তি যাত্রীদের, বেরোনোর আগে সাবধান!
পুলিশ সূত্রের খবর, মৃত আহতরা বাবা-ছেলে, মৃতের নাম হরিপদ বর্মন(৫৫) আহত ছেলে রবীন্দ্রনাথ বর্মন (২৭) পূর্ব মেদিনীপুরের বাসিন্দা।অ্যাক্সিডেন্টের পরে খবর পেয়ে দাসপুর থানার পুলিশ গুরুতর অবস্থায় যখন ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ মৃত ওই দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনাস্থল থেকে। তবে এলাকাবাসীদের অভিযোগ নিয়মিত অতিরিক্ত মাল বোঝাই লরির দাপাদাপির কারণেই এই পথ দুর্ঘটনা।
সুকান্ত চক্রবর্তী