Local Train Cancelled: রবিবারও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, আবারও চরম ভোগান্তি যাত্রীদের, বেরোনোর আগে সাবধান!
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Train Cancelled: পরিকাঠামোগত কাজের জন্য, গতকালের পরে আজও বাতিল হাওড়া ডিভিশনের একাধিক সেকশনে লোকাল ট্রেন। রবিবার যাত্রী সংখ্যা কম হলেও দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের।
আবীর ঘোষাল, হাওড়া : পরিকাঠামোগত কাজের জন্য, গতকালের পরে আজও বাতিল হাওড়া ডিভিশনের একাধিক সেকশনে লোকাল ট্রেন। রবিবার যাত্রী সংখ্যা কম হলেও দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল ছিল গতকাল এবং আজ রবিবার। এছাড়াও বেশ কিছু শাখায় লোকাল ট্রেন বাতিল করা হল৷ সংশ্লিষ্ট শাখায় ওভারহেডে বিদ্যুতের কাজ, সিগনালিং মেরামতির কাজ সহ একাধিক কাজের জন্য।
রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খনা-গুমানি বিভাগে বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। একই সঙ্গে ঘুরপথেও চালানো হবে বেশ কিছু ট্রেনকে। পাশাপাশি বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
advertisement
রবিবার বাতিল থাকছে যে সমস্ত ট্রেন
হাওড়া থেকে 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915. আরামবাগ থেকে 37364, ব্যান্ডেল থেকে 37536, 37538, 37242, 37244, 37749, নৈহাটি থেকে 37535, 37537, বর্ধমান থেকে 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587, মেমারি থেকে 37652, শেওড়াফুলি থেকে 37056, বারুইপাড়া থেকে 32412, শিয়ালদহ থেকে 32411, 32227, 32229, 32231, 32233, চন্দনপুর থেকে 36034, ডানকুনি থেকে 32228, 32230, 32232, 32234, রামপুরহাট থেকে 03588, কাটোয়া থেকে 37748, 37924, 03095, 03097, 03035, আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036.
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 11:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train Cancelled: রবিবারও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, আবারও চরম ভোগান্তি যাত্রীদের, বেরোনোর আগে সাবধান!