TRENDING:

রিলসের অছিলায় অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ছাত্রীকে! সিঁদুর পরিয়ে হেনস্থা ইউটিউবার ও তার বাবার! 

Last Updated:

হাড়োয়া থানার বাছরা মোহনপুরে ইউটিউবার সায়ন মন্ডল ও তার বাবা অরবিন্দু মন্ডল নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার, পক্সো আইনে মামলা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, হাড়োয়া: ফেসবুক রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার এক ইউটিউবার ও তাঁর বাবা। ধৃতদের নাম সায়ন মন্ডল (১৮) ও অরবিন্দু মন্ডল (৪৮)। দু’জনেই উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার বাছরা মোহনপুর এলাকার বাসিন্দা।
অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ছাত্রীকে! নির্যাতনের অভিযোগে গ্রেফতার ইউটিউবার ও তার বাবা! 
অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ছাত্রীকে! নির্যাতনের অভিযোগে গ্রেফতার ইউটিউবার ও তার বাবা! 
advertisement

অভিযোগ, নবম শ্রেণীর ওই ১৫ বছরের ছাত্রীকে নাচ-গান শেখানোর নাম করে রিলস ভিডিও বানানোর প্রলোভন দেয় সায়ন। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে রাখে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাথায় সিঁদুর পরিয়ে ব্ল্যাকমেল করতে থাকে।

চিতার মতো ‘স্পিড’! দেশের এই শহরে ট্রেন চলে জলের তলায়! চড়তে হলে নামতে হবে ১১তলা গভীরে

advertisement

দীপাবলির আগে যদি এই ৫ স্বপ্ন দেখেন, বুঝে নিন ‘সৌভাগ্য’ আপনার দুয়ারে! আসছে ‘ভাল’ সময়! 

জানা গিয়েছে, অভিযুক্ত সায়ন রাজ্যের পরিচিত ইউটিউবার। তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স প্রায় ৪৫ লক্ষ। রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় নাচ-গান ও রিলস বানায় সে এবং তার বাবা অরবিন্দু মন্ডল। সেই সূত্রেই একই এলাকার ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয়।

advertisement

অভিযোগ, চলতি মাসের ৭ অক্টোবর ওই ছাত্রী তার মাকে জানায়— সায়ন ও তার বাবা তাকে রিলস ক্রিয়েটর বানানোর প্রতিশ্রুতি দিয়ে অশ্লীল ভিডিও তুলে রাখে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। একাধিকবার নির্যাতনের পর অরবিন্দু মন্ডলও ধর্ষণ করে বলে অভিযোগ।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ পক্সো আইনে দু’জনকেই গ্রেফতার করেছে। রবিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রিলসের অছিলায় অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ছাত্রীকে! সিঁদুর পরিয়ে হেনস্থা ইউটিউবার ও তার বাবার! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল