TRENDING:

West Bardhaman News: দুর্গাপুরে রূপান্তরকামীদের ফ্যাশন শো, সুন্দরবন থেকেও এলেন প্রতিযোগী

Last Updated:

দক্ষিণবঙ্গে একটি ইতিহাস তৈরি হল। রূপান্তরকামীদের নিয়ে এর আগে দক্ষিণবঙ্গের কোনও জায়গায় ফ্যাশন শোয়ের আয়োজন হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: দক্ষিণবঙ্গে প্রথমবার রূপান্তরকামীদের নিয়ে আয়োজন করা হল ফ্যাশন শো। ফ্যাশন শো-এর মঞ্চে হাঁটলেন ১৫ জন রূপান্তরকামী। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসে অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগীরা। এমনকি সুন্দরবন থেকেও এক রূপান্তরকামী প্রতিযোগী এসেছিলেন। এই ফ্যাশন শো-এর মঞ্চে মুছে গিয়েছে লিঙ্গ ভেদের পার্থক্য।
advertisement

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে পা মেলাবে জঙ্গলমহলের পিঙ্কি

অংশগ্রহণকারীরা জানান, তাঁরা এমন আয়োজনে খুশি। দুর্গাপুরের এই মঞ্চ ছিল বিউটি কাম ফ্যাশন শো-এর। যেখানে সমস্ত রূপান্তরকামী প্রতিযোগীরা নিজেদের মত সেজেছিলেন। পাশাপাশি সেই সাজে ফ্যাশন শো-এর মঞ্চ কাঁপিয়েছেন তাঁরা। যা রীতিমত উপভোগ করেছেন সমস্ত দর্শক থেকে বিচারক, সকলেই।

advertisement

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অর্পিতা সেনগুপ্ত বলছেন, দক্ষিণবঙ্গে একটি ইতিহাস তৈরি হল। রূপান্তরকামীদের নিয়ে এর আগে দক্ষিণবঙ্গের কোনও জায়গায় ফ্যাশন শোয়ের আয়োজন হয়নি। অথচ এমন একটি মঞ্চ পেয়ে রূপান্তরকামীরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পেরেছেন। ১৫ জনের মধ্যে সেরা তিনজনকে বেছে নিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

View More

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রসঙ্গত এখনও সমাজের একটা বড় অংশ রূপান্তরকামীদের বাঁকা চোখেই দেখেন। তাঁরা যে সমাজেরই অঙ্গ, তাঁদের মধ্যেও যে প্রতিভা লুকিয়ে থাকতে পারে এই বিষয়টি অনেকেই বুঝতে চান না। ফলে শহরের সংশ্লিষ্ট মহল মনে করছে, এমন একটি মঞ্চ তাদের জন্য তৈরি হওয়ার ফলে, আগামী দিনে তারা আরও অনেক সুযোগ পাবেন। সমাজে তাঁরা ধীরে ধীরে নিজেদের আরও ভাল জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই উদ্যোক্তাদেরও সাধুবাদ দিয়েছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

নয়ন ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: দুর্গাপুরে রূপান্তরকামীদের ফ্যাশন শো, সুন্দরবন থেকেও এলেন প্রতিযোগী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল