আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে পা মেলাবে জঙ্গলমহলের পিঙ্কি
অংশগ্রহণকারীরা জানান, তাঁরা এমন আয়োজনে খুশি। দুর্গাপুরের এই মঞ্চ ছিল বিউটি কাম ফ্যাশন শো-এর। যেখানে সমস্ত রূপান্তরকামী প্রতিযোগীরা নিজেদের মত সেজেছিলেন। পাশাপাশি সেই সাজে ফ্যাশন শো-এর মঞ্চ কাঁপিয়েছেন তাঁরা। যা রীতিমত উপভোগ করেছেন সমস্ত দর্শক থেকে বিচারক, সকলেই।
advertisement
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অর্পিতা সেনগুপ্ত বলছেন, দক্ষিণবঙ্গে একটি ইতিহাস তৈরি হল। রূপান্তরকামীদের নিয়ে এর আগে দক্ষিণবঙ্গের কোনও জায়গায় ফ্যাশন শোয়ের আয়োজন হয়নি। অথচ এমন একটি মঞ্চ পেয়ে রূপান্তরকামীরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পেরেছেন। ১৫ জনের মধ্যে সেরা তিনজনকে বেছে নিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রসঙ্গত এখনও সমাজের একটা বড় অংশ রূপান্তরকামীদের বাঁকা চোখেই দেখেন। তাঁরা যে সমাজেরই অঙ্গ, তাঁদের মধ্যেও যে প্রতিভা লুকিয়ে থাকতে পারে এই বিষয়টি অনেকেই বুঝতে চান না। ফলে শহরের সংশ্লিষ্ট মহল মনে করছে, এমন একটি মঞ্চ তাদের জন্য তৈরি হওয়ার ফলে, আগামী দিনে তারা আরও অনেক সুযোগ পাবেন। সমাজে তাঁরা ধীরে ধীরে নিজেদের আরও ভাল জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই উদ্যোক্তাদেরও সাধুবাদ দিয়েছেন তাঁরা।
নয়ন ঘোষ





